#মালদহ: ধর্মঘটে অগ্নিগর্ভ মালদহের সুজাপুর। সকাল থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ ধর্মঘটীদের। অবরোধ তুলতে পুলিশি লাঠিচার্জ। পাল্টা পুলিশকে লক্ষ করে বোমা ছোড়ার অভিযোগ। ভাঙচুর চলে পুলিশের গাড়িতে। পরপর গাড়িতে আগুন ধরানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল ছোড়ে পুলিশ।
বুধবার এই ভিডিও প্রকাশ্যে আনেন সুজাপুরের বাসিন্দারাই। ভিডিওয় স্পষ্ট, একের পর এক গাড়িতে ভাঙচুর চালাচ্ছেন উর্দিধারীরা। বন্দুকের বাট দিয়ে ভাঙছেন গাড়ির উইন্ডস্ক্রিন। স্থানীয়দের অভিযোগ মেনে নিয়েছেন মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া। ভিডিওর সত্যতা স্বীকার পুলিশ সুপারের৷গাড়ি ভাঙচুরের এই কাজ কয়েকজন কনস্টেবলের। গাড়ি ভাঙচুর ঠিক হয়নি। কনস্টেবলদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agitation in Sujapur, Bharat Bandh, Police Vehicle Set On Fire