#দার্জিলিং: রাস্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছুটোছুটি। কান পাতলেই শোনা যাচ্ছে গুলির আওয়াজ। হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। বিমানবন্দরের বাইরে এলোপাথারি গুলি। তালিবানি শাসনের ভয়ঙ্কর ছবি এখনও ভাসছে ওদের চোখে। হাতের মুঠোয় প্রাণ নিয়ে বসে থাকা, আর বাড়ি ফেরার প্রহর গোনা। এভাবেই দিন কেটেছে। পরিবারের লোকেদের সঙ্গে কখনও ভয়েস কল, আর মাঝে মধ্যে ভিডিও কল করে আশায় বুক বেঁধে রেখেছিলেন। অবশেষে ঘরে ফিরতে পেরেছেন সেই দুঃস্বপ্নের দেশ ছেড়ে। তবে এখনও চোখে মুখে সেই আতঙ্কের ছাপ লেগে আছে।
বাড়ি ফিরতে পারবেন, এমনটা ভাবতেই পারেননি। দেশের বিভিন্ন প্রান্তের মতো দার্জিলিং, কার্শিয়ং এবং কালিম্পংয়ের বহু বাসিন্দা আটকে কাবুলে। অনেকেই দেশে ফিরেছেন। কেউ ফিরবেন। আবার অনেকে অন্য দেশে রয়েছেন কোয়ারেন্টাইনে। গতকাল ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি ফিরেছেন অনেক ভারতীয়। তাঁদের মধ্যে দার্জিলিংয়েরও বেশ কয়েকজন বাসিন্দা রয়েছেন। আজ দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন ১৮ জন। বিমানবন্দরে কার্শিয়ং, দার্জিলিংয়ে ফিরলেন এখানকার বাসিন্দারা। এঁরা আফগানিস্তানে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন।
তালিবানিরা কাবুল দখল করতেই নেমে আসে অন্ধকার। শুধুই বোমা, গুলির আওয়াজ। জানালা খুলতেই তালিবানদের দৌরাত্ম্য। সকলেরই কাঁধে ঝুলছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। চারপাশ সব বন্ধ। এরই মাঝে কোনোক্রমে মাথা গোঁজার ঠাঁই খুঁজে পান তাঁরা। দেশে ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু আফগানদের দেশ ছাড়ার হিড়িক পড়ায় নির্দিষ্ট দিনে বাড়ি ফেরার উড়ান পাননি অনেকেই। তাতে আতঙ্ক আরও বাড়তে থাকে। আতঙ্কের সেই দিনগুলি এখনও টাটকা ওদের কাছে। তাঁরা জানান, এই মুহূর্তে আফগানরাও যথেষ্টই আতঙ্কে রয়েছেন। বিমানবন্দরের বাইরেও চলছে গুলির লড়াই। চোখের সামনে সব দেখে অবশেষে ঘরে ফিরতে পেরেছেন তাঁরা। তবুও যেন আতঙ্কের ঘোর কাটছে না।
কাজে গিয়ে এমনই অভিজ্ঞতা হল। দার্জিলিংয়ে ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে আজ এমনই অভিজ্ঞতার কথা বললেন রাজেশ থাপা, রাজেশ গুরুংরা। পাহাড়ের বহু বাসিন্দা নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করে আসছেন আফগানিস্তানে। তালিবানি শাসনের কথা শুনেছেন, এবারে চাক্ষুস করলেন। দ্রুত সেইসব কথা ভুলতে চান। বাড়ি ফেরার আনন্দের মাঝেও যেন তাড়া করে বেড়াচ্ছে দুঃস্বপ্নের দিনগুলি। বাকিরাও যাতে দ্রুত দেশে ফিরে আসতে পারে এটাই আর্জি ঘরে ফেরা মানুষদের।
পার্থ সরকার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan