হোম /খবর /উত্তরবঙ্গ /
আদিবাসী সেঙ্গেল অভিযানের বাংলা বনধে জায়গায় জায়গায় অবরোধ, ব্যাহত যোগাযোগ

Maldah News: আদিবাসী সেঙ্গেল অভিযানের বাংলা বনধে জায়গায় জায়গায় অবরোধ, ব্যাহত যোগাযোগ

চলছে রাস্তা অবরোধ

চলছে রাস্তা অবরোধ

Maldah News: প্রচণ্ড গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা, রাস্তায় অবরোধে আটকে থাকায় চরম দুর্ভোগের মধ্যে পড়েন সাধারণ মানুষ

  • Local18
  • Last Updated :
  • Share this:

মালদহ:  আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা 'বাংলা বনধে' মালদহে একাধিক জায়গায় অবরোধ আন্দোলনে আদিবাসীরা। জেলার গাজোল, পুরাতন মালদহ, হবিবপুর, বামনগোলা প্রভৃতি ব্লকে সকাল থেকেই দফায় দফায় চলে রাস্তা অবরোধ কর্মসূচি। কোথাও জাতীয় সড়ক, কোথাও রাজ্য সড়ক অবরোধ করে রাখা হয়। অবরোধের জেরে ব্যাহত হয় সড়ক যোগাযোগ।

দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয় যানজট। প্রচণ্ড গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা, রাস্তায় অবরোধে আটকে থাকায় চরম দুর্ভোগের মধ্যে পড়েন সাধারণ মানুষ, গাড়িচালক থেকে ব্যবসায়ীরা। গোলমাল এড়াতে প্রতিটি জায়গাতেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। তবে, কোথাও অবরোধ তুলতে বল প্রয়োগের পথে যায়নি পুলিশ। বিভিন্ন এলাকায় অবরোধকারী বনধ সমর্থকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা চালায় পুলিশ। তবে, বেশিরভাগ ক্ষেত্রেই অনড় থাকেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন - ২৪ ঘণ্টা ধরে খানাতল্লাশি! পুকুরের পাঁক ঘেঁটে CBI-এর হাতে খান কতক জিওল মাছ, মিলল না জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল

আরও পড়ুন - ২০ বছর বাদে পাহাড়ে পঞ্চায়েত, তৃণমূলকে হারাতে আদাজল খেয়ে একজোট!

তবে অবরোধ কর্মসূচিতে প্রভাব পড়লেও আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বাংলা বনধে তেমন কোনও প্রভাব দেখা যায়নি। মালদা শহর ছিল পুরোপুরি স্বাভাবিক। গ্রামাঞ্চলে প্রায় সমস্ত দোকানপাট, হাট-বাজার, সরকারি দফতর খোলা ছিল। বনধ সমর্থকরা বেশকিছু জায়গায় মিছিল বার করেন। দুপুর পর্যন্ত বনধকে কেন্দ্র করে মালদার কোথাও বড় কোনও গোলমালের খবর নেই।

মূলত দক্ষিণদিনাজপুরে আদিবাসী মহিলাদের দণ্ডি কাটিয়ে দলে ফেরত নেওয়ার ঘটনার প্রতিবাদে এদিন ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দেয় আদিবাসী সেঙ্গেল অভিযান। সকাল থেকে মালদহের গাজোলে বাদনাগাড়া এলাকায় গাজোল- বামনগোলা রাজ্য সড়ক অবরোধ শুরু হয় সাতসকালে। বেলার দিকে গাজোলের ২০ মাইল এলাকায় ৫১২ নম্বর জাতীয়়় সড়ক অবরোধ করে বনধ সমর্থকরা।

পুরাতন মালদহের আট মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কেও অবরোধ করা হয়। পাশাপাশি হবিবপুর ও বামনগোলা ব্লকের একাধিক জায়গায় মালদা' নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করা হয়। দুপুুর এগারোটা নাগাদ বেশিরভাগ জায়গা থেকে অবরোধ তুলে নেওয়া হয়। এরপরেও চলতে থাকে বনধের সমর্থনে মিছিল। হবিবপুর ও বামনগোলার কিছুু এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচিতে হাতে তীরধনুক ও ধারালো অস্ত্র নিয়ে দেখা যায় বনধ সমর্থকদের।

Published by:Uddalak B
First published:

Tags: Maldah