#মালদহ:- ‘কংগ্রেসের যাঁরা তৃণমূলে গিয়েছিলেন তাঁরা ফিরে আসুন। কংগ্রেস আপনাদের সম্মান, মর্যাদা, ইজ্জত দেবে। কংগ্রেসের গর্ভে তৃণমূলের জন্ম। মমতা আর এগোতে পারবেন না। তাই যমের দুয়ারে গিয়ে লাভ নেই। সময় থাকতে থাকতে কংগ্রেসে ফিরে আসুন।’ মালদহে প্রকাশ্য জনসভায় থেকে তৃণমূল নেতাদের সরাসরি কংগ্রেসে প্রত্যাবর্তনের ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
অধীর এদিন বলেন, ‘মুখ্যমন্ত্রীকে আগামী দিনে কংগ্রেসের পা ধরতে হবে। তাঁর উচিত এরাজ্যের মুসলিমদের কাছেও হাতজোড় করে ক্ষমা চাওয়া। কারণ, এরাজ্যে বিজেপিকে আনার নায়িকা মমতা। রাজ্যে কংগ্রেস ও সিপিএমকে হত্যা করেছেন তৃণমূল নেত্রী। পঞ্চায়েত ভোটে বিরোধীদের নমিনেশন পর্যন্ত জমা যেতে দেননি। কংগ্রেস ও সিপিএম এর দুর্বলতার সুযোগে রাজ্যে বিজেপি ঢুকেছে।’তিনি আরও বলেন,‘ দিদি এখন বাজে বকছেন। তাঁর দল থেকে সবাই পালাচ্ছে। যাঁরা দিদির দলের হয়ে পঞ্চায়েতে মানুষকে ভোট দিতে দেননি।’
মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাবে অধীর পাল্টা বলেন, ‘ কংগ্রেস-সিপিএম ও বিজেপিকে রক্ষক, ভক্ষক,তক্ষক বলে কটাক্ষ করছেন। অথচ চোর, বাটপার, কাটমানিদাররা এখন তৃণমূলের অলংকার।’ জনসভায় উপস্থিত কয়েক হাজার কর্মী সমর্থককে উদ্দেশ্য করে অধীর বাবু বলেন, ‘বাংলায় বিভাজনের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন না। দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে লড়ছে কংগ্রেস।
প্রদেশ সভাপতি বলেন, ‘মুখ্যমন্ত্রী সরকারি বিজ্ঞপ্তি দিয়ে "দুয়ারে সরকারের" কথা বলেছেন। আমি বলব গ্রামবাসীরা সকলে দলবেঁধে সরকারি সুবিধার জন্য পঞ্চায়েত গুলিতে যান। আর সুবিধের না পেলে পঞ্চায়েত প্রধানদের ঘেরাও করে রাখুন।’
গনিখানের জেলা মালদহে তৃণমূলকে আগামী বিধানসভা নির্বাচনে শূন্য করার ডাক দেন অধীর। তিনি আরও বলেন, এরাজ্যে ক্ষমতায় এলে গরিব মানুষদের জন্য "ন্যায় প্রকল্পের" মাধ্যমে আর্থিক সাহায্যের ব্যবস্থা করবে কংগ্রেস। প্রকাশ্য জনসভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, এদিনের জনস্রোত বুঝিয়ে দিয়েছে আগামী বিধানসভায় মালদহে খুবই ভালো ফল করবে কংগ্রেস।
শুভেন্দু অধিকারীর ওপর অনুগামীদের একাংশ হামলার আশঙ্কা করছেন, এই প্রসঙ্গে অধীর বলেন,‘ হতেই পারে। কিছুই অসম্ভব নয়। কারণ, মুখ্যমন্ত্রী প্রতিহিংসাপরায়ণ।’ একইসঙ্গে সংবাদমাধ্যমের সম্পর্কে আপত্তিকর মন্তব্য' করায় তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র মন্তব্যের কড়া সমালোচনা করেন অধীর।এদিন মালদহ শহরের হিন্দি স্কুল সংলগ্ন ময়দান থেকে মহামিছিল করে জেলা কংগ্রেস। বনধের মধ্যেও কয়েক হাজার কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান। মিছিল শেষে জেলা কালেক্টরেট চত্বরে প্রকাশ্য জনসভায় মুখ্য বক্তা ছিলেন অধীর।
সেবক দেবশর্মা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Adhir Ranjan Chowdhury