হোম /খবর /উত্তরবঙ্গ /
‘নির্দল হয়ে জিতে আসলে দলে সুযোগ নেই...’ কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Abhishek Banerjee: ‘নির্দল হয়ে জিতে আসলে দলে সুযোগ নেই...’ কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

অভিষেক বলেন, ‘‘অনেকেই ভাবেন প্রার্থী না হওয়ায় নির্দল হয়ে দাঁড়িয়ে জিতব। আপনাদের একটু দলীয় অনুশাসন মনে করিয়ে দিই। গত পুরসভা ভোটে অনেকে নির্দল হয়ে দাঁড়িয়েছেন। অনেকে জিতেছেন। সব জেলায় দেখে নিন গত ১৪ মাসে যারা নির্দল হয়ে জিতেছিল, তারা অনেক দাদার পা ধরেছিল, কিন্তু তারা দলে ফিরতে পারেনি। এটাই দলীয় শৃঙ্খলা।’’

আরও পড়ুন...
  • Share this:

আবীর ঘোষাল, দক্ষিণ দিনাজপুর: নির্দল হয়ে জিতে আসলে দলে সুযোগ নেই, দক্ষিণ দিনাজপুর থেকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দলীয় অধিবেশন থেকে তিনি জানিয়েছেন, ‘‘প্রার্থী পছন্দ না হলে নির্বাচনী প্রচারে যাব না। বুথে বসব না। জিতে গেলে আবার দল করব অনেকেই ভাবেন। দল যাকে প্রার্থী করব, কাঁধে করে তাকে আপনাকেই বৈতরণী পার করাতে হবে, এটা দলীয় শৃঙ্খলা। অনেকেই ভাবেন প্রার্থী না হওয়ায় নির্দল হয়ে দাঁড়িয়ে জিতব। আপনাদের একটু দলীয় অনুশাসন মনে করিয়ে দিই। গত পুরসভা ভোটে অনেকে নির্দল হয়ে দাঁড়িয়েছেন। অনেকে জিতেছেন। সব জেলায় দেখে নিন গত ১৪ মাসে যারা নির্দল হয়ে জিতেছিল, তারা অনেক দাদার পা ধরেছিল, কিন্তু তারা দলে ফিরতে পারেনি। এটাই দলীয় শৃঙ্খলা।’’

আরও পড়ুন- মানরক্ষার লড়াই মালদহে! সংখ্যালঘু অধ্যুষিত জেলায় দুই লোকসভা আসন দখলে মরিয়া তৃণমূল

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘আমি দুটি গ্রাম পঞ্চায়েত হারতে রাজি আছি। কিন্তু দলীয় শৃঙ্খলার উপরে কেউ নয়। আমি চার জন প্রধানকে পদত্যাগ করিয়েছি। আমি গ্রামে গেছি। দেখেছি কাজ করেনি ৷ তাহলে সে প্রধান হয়ে আছে কেন ? সে যখন কোনও কিছুই দেখবে না তাহলে প্রধান হয়ে থাকবে কেন? ওসব আগে হত, এখন আর হবে না।

আপনাকে প্রতি বছর পরীক্ষা দিতে হবে ৷ যদি কাজ করেই থাকি, তাহলে পরীক্ষা দেওয়ায় ভয় কি আছে। হয়তো সব সমস্যার সমাধান করতে পারছি না। কিন্তু মানুষের কথা শুনতে অসুবিধা কোথায়।"

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Abhishek Banerjee, TMC. Abhishek Banerjee