হোম /খবর /উত্তরবঙ্গ /
দিনহাটা দিয়েই ‘জনসংযোগ যাত্রা’ শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Abhishek Banerjee: দিনহাটা দিয়েই ‘জনসংযোগ যাত্রা’ শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

দিনহাটা দিয়েই সফর শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (File Photo ANI)

দিনহাটা দিয়েই সফর শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (File Photo ANI)

Abhishek Banerjee jan sahyog yatra: সীমান্ত লাগোয়া গ্রামেই সভা। সেখানেই রাত্রিবাসের ক্যাম্প অভিষেকের।

  • Share this:

আবীর ঘোষাল, কলকাতা: রাজনৈতিক সংঘর্ষজনিত কারণে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে কোচবিহারের দিনহাটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বনাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর লাগাতার রাজনৈতিক লড়াইয়েও বারবার শিরোনামে এসেছে দিনহাটা৷ তৃণমূলে নবজোয়ার-কর্মসূচি শুরু হচ্ছে সেই দিনহাটা থেকেই ৷

আজ, সোমবার বিকেলে কোচবিহার পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দেবেন তিনি মদনমোহন মন্দিরে। সেখান থেকে জনসংযোগ যাত্রার বিশেষ বাসে চেপেই তিনি রওনা হবেন  দিনহাটার উদ্দেশ্যে। রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাত্রিবাস করবেন দিনহাটাতেই ৷ বাংলাদেশ সীমানা লাগোয়া কাঁটাতারের বেড়ার কয়েক হাত দূরত্বেই হবে সভা। সীমানা লাগোয়া গ্রামেই রাত্রিবাস করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, সম্প্রতি কোচবিহারে দিনহাটায় আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়। বোমা-পাথরবৃষ্টি, গাড়ি ভেঙে চুরমারের ঘটনা ঘটেছিল। এমনকী, এলাকায় গুলি চলার অভিযোগও উঠেছিল সেবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়েছিল পুলিশ। সেদিন নিশীথের কনভয়কে কালো পতাকা দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস। কালো পতাকা দেখানো ঘিরে তৃণমূল ও বিজেপি  সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়েছিল। পাল্টা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর চালানো হয়েছিল, বলে অভিযোগ উঠেছিল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। বারবার শিরোনামে উঠে এসেছে এই কোচবিহারের দিনহাটা। দিনহাটার বুড়িরহাটে, আক্রান্ত এক দলীয় কর্মীর বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  এবং বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। আগে থেকেই এলাকায় কালো পতাকা নিয়ে মিছিল করছিল তৃণমূল।

আরও পড়ুন- বুধ অস্ত গিয়েছেন মেষ রাশিতে! জীবনের মোড় ঘুরে যাবে এই তিন রাশির

প্রায় ৪০টি গাড়ির কনভয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এলাকায় ঢুকতেই, মিছিল আটকে দিয়েছিল পুলিশ। দলীয় কর্মীর সঙ্গে দেখা করে দিনহাটার দিকে রওনা দিয়েছিলেন নিশীথ প্রামাণিক। কিন্তু, বাসন্তীরহাট পেরনোর পরে, গাড়ি ঘুরিয়ে ফের বুড়িরহাটে ফিরে আসেন তিনি। ঠিক কনভয়ের মুখোমুখি চলে আসে তৃণমূলের মিছিল। স্লোগান, পাল্টা স্লোগানের মধ্যেই ইটবৃষ্টি শুরু হয়। ভেঙে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ির কাচ। রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে বারবার শিরোনামে উঠে এসেছে দিনহাটা। দুই মন্ত্রীর দ্বন্দ্বের রেশে পঞ্চায়েত ভোটের আগে একাধিকবার উত্তপ্ত হয়েছে কোচবিহারের এই জনপদ। দিনহাটায় তৃণমূলের কর্মসূচির প্রস্তুতি প্রায় শেষ বলাই চলে ৷ সাহেবগঞ্জে হবে সভা ৷ আর বামনহাটে তিনি রাত্রিবাস করবেন।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Abhishek Banerjee, TMC. Abhishek Banerjee, Trinamool Congress