ইটাহার: জনসংযোগ যাত্রাতে এদিন ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভিড় উপচে পড়ে। এদিন একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেন তিনি। অভিষেক বলেন, "আজ থেকে আমি ইটাহারের দায়িত্ব নিলাম। সাম্প্রতিক সময়ে এত ভিড় আমি দেখিনি৷ আমি রাস্তা দিয়ে জনসংযোগ করতে করতে যাব বলে ঠিক করেছিলাম। এখানে এত ভিড় দেখে আমি দাঁড়িয়ে গেলাম। বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বঞ্চনা চলছে৷ দিল্লিতে আন্দোলনে ইটাহারের মানুষকে নিয়ে যাব৷ নিয়ে যাওয়া ও রাখার দায়িত্ব আমার৷ বাংলার মানুষের জোর আমাদের দেখাতে হবে।"
তিনি আরও বলেন, "আমাকে ইডি, সিবিআই দিয়ে দু বছর ধরে হেনস্থা করছে। আমি আত্মসমর্পণ করব না৷ দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না৷ মেরুদণ্ড বিক্রি করব না। হয় বাংলার টাকা ছাড়ো, নয় গদি ছাড়ো। বাংলার প্রাপ্য টাকা, দিল্লি থেকে ছিনিয়ে আনতে হবেই।"
আরও পড়ুন, মাত্র সাড়ে ৬ ঘণ্টায় পুরী! কোন কোন স্টেশনে থামবে হাওড়া-পুরী বন্দে ভারত ট্রেন
আরও পড়ুন, তৃণমূলে থাকাকালীনই মোদির দ্বারা প্রভাবিত! বড় কথা 'ফাঁস' করলেন শুভেন্দু
অভিষেক জানান, "হয় বাংলার টাকা ছাড়ো, নয় গদি ছাড়ো। বাংলার প্রাপ্য টাকা, দিল্লি থেকে ছিনিয়ে আনতে হবেই। এখানের এমপিকে তো দেখাই যায় না৷ এই আসন লোকসভায় জিতব৷ ২ লাখ না ৩ লাখ সেটা জানাব। এই লোকসভায় জিততে হবেই। এখন থেকে প্রস্তুত হন।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee