কোচবিহার: কোচবিহারের সভা থেকে বিজেপিকে একের পর এক নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নাম না করে কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককেও কটাক্ষ করেন তিনি।
এদিন অভিষেক বলেন, "একটা পঞ্চায়েত, একটা সাংসদ জিতে আর কয়েকটা বিধায়ক জিতে বিএসএফের গুলি তরুণ রাজবংশী তরতাজা যুবক মারা যায়, নদী ভাঙণ রুখতে পারে না। বাংলা আবাস যোজনায় ইচ্ছাকৃত ভাবে টাকা আটকে রেখেছে। বিজেপি পঞ্চায়েত প্রধানের স্বামী বাড়ি পাচ্ছেন। একটা পঞ্চায়েতে এই অবস্থা হলে বাকি পঞ্চায়েত গুলিতে কী হবে। মে মাসে বাংলাতে হেরেছে আর সেপ্টেম্বর মাসে পেট্রোল- ডিজেলের নাম কমেছে। আচ্ছে দিনের নমুনা কি! নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি আজ আমাদের সকলকে গ্রাস করেছে।"
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের দলে যে আবর্জনা গুলো ছিল, সেগুলিকে আমরা বার করে দিয়েছি। আমরা বিশ্বাস করি দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল অনেক ভাল। মানুষ বিজেপির সেই লোকটাকে আবার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। ৪ বছর আপনারা জিজ্ঞাসা করুন, আদতে কী পেয়েছেন। এই লড়াই এই মাটি থেকে শুরু হল। এর শেষ আমি দেখে ছাড়ব। এই জেলার দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি।"
আরও পড়ুন, 'শরীরে ১৮০টি বুলেট!' কোচবিহারে বিএসএফের গুলিতে নিহত যুবকের মাকে কথা দিলেন অভিষেক
আরও পড়ুন, গোষ্ঠীদ্বন্দ্ব রুখে একসঙ্গে চলার বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক আরও বলেন, "কেউ যদি পরিচয় দেন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক। তাহলে তাঁকে দাঁড় করিয়ে এক ডাকে অভিষেকে ফোন করবেন। কেউ আমার লোক নন। সবাই আমারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। আমি আবার নম্বর দিচ্ছি। আপনাদের যদি মনে হয়, আপনার এলাকায় একটি ভাল ছেলে রয়েছেন এবং সে প্রার্থী হলে আগামীদিনে অনেক কাজ করতে পারবেন। আপনাদের যে কোনও উপদেশ থাকলে সরাসরি আমাদের ফোন করে জানান। আমার নম্বর ৭৮৮৭৭৭৮৮৭৭।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, TMC