হোম /খবর /উত্তরবঙ্গ /
মালদহ জেলায় এবার অভিষেক-মমতার জোড়া সফরের সম্ভাবনা

Abhishek Banerjee: মালদহ জেলায় এবার অভিষেক-মমতার জোড়া সফরের সম্ভাবনা

মালদহ জেলায় এবার অভিষেক-মমতার জোড়া সফরের সম্ভাবনা (File Photo)

মালদহ জেলায় এবার অভিষেক-মমতার জোড়া সফরের সম্ভাবনা (File Photo)

আপাতত উত্তরবঙ্গ সফরেই আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ১ মে, উত্তর দিনাজপুরে সফর করবেন তিনি ৷

  • Share this:

আবীর ঘোষাল, উত্তর দিনাজপুর: মালদহ জেলায় অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত উত্তরবঙ্গ সফরেই আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ১ মে, উত্তর দিনাজপুরে সফর করবেন তিনি ৷ আগামিকাল, মঙ্গলবার তিনি সফর করবেন দক্ষিণ দিনাজপুর জেলায়। এরপর মালদহে যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

দক্ষিণ দিনাজপুর অভিষেকের সফর শুরু হবে ২  মে থেকে । সেক্ষেত্রে ৩ অথবা ৪ মে মালদহে আসার সম্ভাবনা অভিষেকের । সেই সময় মালদহ জেলাতেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রশাসনিক সভার পাশাপাশি রয়েছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানও ।

আরও পড়ুন- রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলা বৃষ্টির সতর্কতা ! প্রত্যেক জেলার আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

মালদহ কংগ্রেসের পুরনো ঘাঁটি। সাগরদিঘি উপনির্বাচনের পর ওই জেলায় বাম এবং কংগ্রেসের তৎপরতা বেড়েছে । অন্যদিকে তৃণমূলের জেলা সংগঠনে রয়েছে দ্বন্দ্ব ।

এই আবহে তৃণমূলের শীর্ষ দুই নেতার জেলা সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলে নব জোয়ার কর্মসূচিকে শুরুতেই শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মালদহ সফরে এসে তিনি এই কর্মসূচিতে যোগ দেন কিনা সেটা নিয়ে প্রবল আগ্রহ দলের কর্মীদের মধ্যে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Abhishek Banerjee, Mamata Banerjee, Trinamool Congress