#মালদহ: আমগাছে একইসঙ্গে ঝুলছে যুবক-যুবতী। একই ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায় তাঁদের। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা পঞ্চায়েতের নসরপুর গ্রামের ঘটনা। ঘটনাকে কেন্দ্রও করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। সকালে গ্রামে পুকুর পাড়ে একটি আম গাছে ওই দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন তাঁরা। মৃতরা একইগ্রাম কুতুবপুরের বাসিন্দা। প্রেমঘটিত সম্পর্কের জন্যেই মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।
সকালে গ্রামে ঝুলন্ত যুগলকে দেখতে পেয়ে ভিড় জমান অসংখ্য মানুষ। পরে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঠিক কী কারণে এমন ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।গ্রামবাসীরা অবশ্য জানান, ওই যুবক-যুবতীর সম্পর্কের বিষয়ে তাঁরা আগে কখনও টের পাননি। দুজনকে কখনও গ্রামে এক সঙ্গে চলাফেরাও করতে দেখা যায়নি।
পরিবারের সদস্যদের দাবি, ওঁদের কোনরকম সম্পর্ক রয়েছে এমন বিষয়ে জানালে দুই পরিবার আলোচনা করে দেখা যেত। কিন্তু, তেমন বিষয় কেউ ঘুনাক্ষরেও টের পাননি। রাতেই যুবক-যুবতী বাড়ি থেকে বেরিয়ে যান। তবে দুই পরিবারের কেউই বিষয়টি বুঝে উঠতে পারেননি। সকালে গ্রামের মাঠে জোড়া মৃতদেহ ঝুলতে দেখে হইচই পরে।
Sebak DebSarma