হোম /খবর /উত্তরবঙ্গ /
হঠাৎ ফোঁসফোঁস শব্দ, মাথার উপর ঝুলছে অজগর! ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য

North Bengal: হঠাৎ ফোঁসফোঁস শব্দ, মাথার উপর ঝুলছে অজগর! ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য

North Bengal: জানা যাচ্ছে, নিরাপদ আশ্রয়ের খোঁজে গাছের মগডালে উঠে পড়ে অজগরটি। আর এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ডুয়ার্সের মরাঘাট চা বাগানে।

  • Last Updated :
  • Share this:

#ডুয়ার্স: বাড়ি থেকে বেরোনোর সময়েই মাথার উপর হঠাৎ ফোঁসফোঁস শব্দ। উপরে তাকাতেই চক্ষু চড়কগাছ। নিমেশে শিরদাঁড়া দিয়ে বয়ে শীতল স্রোত। কারণ গাছের উপর থেকে উঁকি মারছে বিশাল আকার অজগর। ঘ‌টনা ডুয়ার্সের (Dooars) মরাঘাট চা বাগানের। অজগরের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

জানা যাচ্ছে, নিরাপদ আশ্রয়ের খোঁজে গাছের মগডালে উঠে পড়ে অজগরটি। আর এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ডুয়ার্সের মরাঘাট চা বাগানে। শুক্রবার সকালে মরা চা বাগানের ফ্যাক্টরি লাইনের শ্রমিক আবাসনের এক ব্যক্তির বাড়ির গাছের উপরে অজগরটিকে দেখা যায়। অজগরটিকে প্রথম দেখতে পান স্থানীয় এক মহিলা। অজগর দেখে ব্যাপক আতঙ্ক ছড়ায় সেই এলাকার বাসিন্দাদের মধ্যে।

snake

খবর দেওয়া হয় বিন্নাগুরি ওয়াইল্ডলাইফ স্কোয়াড ও মরাঘাট রেঞ্জের বনকর্মীদের। সেই সঙ্গে উপস্থিত হন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানিজেশন এর সদস্যরা। দীর্ঘক্ষন চেষ্টা করার পরে অজগরটিকে গাছ থেকে নামিয়ে আনা যায়। উদ্ধার হওয়া সাপটিকে বনকর্মীরা নিয়ে যায়। সাপটির শারীরিক পরীক্ষার পরে সেটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে খবর। অজগর সাপটি উদ্ধারের পরে আতঙ্ক মুক্ত হয় শ্রমিক মহল্লা।

রকি চৌধুরী

Published by:Swaralipi Dasgupta
First published: