হোম /খবর /ক্রাইম /
মাংসের লোভ দেখিয়ে পথকুকুরকে এলোপাথাড়ি অস্ত্রের কোপ, জানাজানি হতেই পলাতক যুবক

মাংসের লোভ দেখিয়ে পথকুকুরকে এলোপাথাড়ি অস্ত্রের কোপ, জানাজানি হতেই পলাতক যুবক

ফাইল ছবি

ফাইল ছবি

নৃশংস ঘটনাটি ঘটেছে কোচবিহারের তেল্লিপাড়ায় ।

  • Last Updated :
  • Share this:

#কোচবিহার: কেরালার অন্তঃস্বত্তা হস্তিনীর মৃত্যু, হিমাচলে বাজিভর্তি ফল গরুকে খাইয়ে দেওয়া , উত্তরপ্রদেশে কুকুরকে বাইকের পিছনে বেধে টেনে নিয়ে যাওয়া, অসমে চিতাবাঘকে নখ-দাঁত উপড়ে হত্যা , তামিলনাড়ুতে বাজির টোপে শিয়াল হত্যা, গুজরাতে কুকুরছানাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে খুনের পর এবার মাংসের লোভ দেখিয়ে ডেকে পথকুকুরকে কোপাল এক যুবক ।

নৃশংস ঘটনাটি ঘটেছে কোচবিহারের তেল্লিপাড়ায় । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কুকুরটি খাবারের জন্যে মাঝেমধ্যে পাড়ার বাসিন্দাদের বাড়িতে ঢুকে যেত । তাতেই নাকি বিরক্ত হত ওই যুবক । এরপর শনিবার রাতে সে নিজেই মাংসের লোভ দেখিয়ে কুকুরটিকে বাড়ির মধ্যে ডেকে নিয়ে যায় । খেতে দেয় । তারপর সে খাবার খেতে ব্যস্ত হয়ে পড়তেই , ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পরে তার উপর । এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সারমেয়টি । তাতেও হুঁশ ফেরেনি তার । এরপর রক্তাক্ত অবস্থায় কুকুরটিকে রাস্তাতে ফেলে দেয় সে ।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় খবর দেন । এরপর কুকুরটিকে নিকটবর্তী পশু চিকিৎসা কেন্দ্র নিয়ে যাওয়া হয় । তবে , গুরুতর আহত হলে ধাক্কা সামলে নিয়েছে সে । ক্ষত গভীর হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছে । এ দিকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও , ঘটনার পর থেকেই পলাতক ওই যুবক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ‌।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Coochbehar, Street Dog