#কোচবিহার: কেরালার অন্তঃস্বত্তা হস্তিনীর মৃত্যু, হিমাচলে বাজিভর্তি ফল গরুকে খাইয়ে দেওয়া , উত্তরপ্রদেশে কুকুরকে বাইকের পিছনে বেধে টেনে নিয়ে যাওয়া, অসমে চিতাবাঘকে নখ-দাঁত উপড়ে হত্যা , তামিলনাড়ুতে বাজির টোপে শিয়াল হত্যা, গুজরাতে কুকুরছানাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে খুনের পর এবার মাংসের লোভ দেখিয়ে ডেকে পথকুকুরকে কোপাল এক যুবক ।
নৃশংস ঘটনাটি ঘটেছে কোচবিহারের তেল্লিপাড়ায় । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কুকুরটি খাবারের জন্যে মাঝেমধ্যে পাড়ার বাসিন্দাদের বাড়িতে ঢুকে যেত । তাতেই নাকি বিরক্ত হত ওই যুবক । এরপর শনিবার রাতে সে নিজেই মাংসের লোভ দেখিয়ে কুকুরটিকে বাড়ির মধ্যে ডেকে নিয়ে যায় । খেতে দেয় । তারপর সে খাবার খেতে ব্যস্ত হয়ে পড়তেই , ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পরে তার উপর । এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সারমেয়টি । তাতেও হুঁশ ফেরেনি তার । এরপর রক্তাক্ত অবস্থায় কুকুরটিকে রাস্তাতে ফেলে দেয় সে ।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় খবর দেন । এরপর কুকুরটিকে নিকটবর্তী পশু চিকিৎসা কেন্দ্র নিয়ে যাওয়া হয় । তবে , গুরুতর আহত হলে ধাক্কা সামলে নিয়েছে সে । ক্ষত গভীর হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছে । এ দিকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও , ঘটনার পর থেকেই পলাতক ওই যুবক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coochbehar, Street Dog