#শিলিগুড়ি: তিস্তায় ভয়াবহ দুর্ঘটনা, নৌকাডুবিতে নিখোঁজ ৫ কৃষক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালবাজারের চ্যাংমারি এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকেলে নদীর চরে গরু আনতে গিয়েছিলেন কৃষকের দল। চৌকায় চেপে রঙধামালি থেকে দক্ষিণ চ্যাংমারি এলাকায় ফেরার সময় বর্ষার উত্তাল তিস্তায় আচমকা নৌকা উলটে যায় বলে খবর। জলের স্রোতে ভেসে যান ৫ কৃষক, এখনও তাঁদের খোঁজ মেলেনি। ঘটনাস্থলে রয়েছেন সিভিল ডিফেন্স এবং এনডি আর এফ কর্মীরা, নিখোঁজ কৃষকদের খোঁজে চলছে তল্লাশি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Teesta accident