#কলকাতা: প্রথম দফার ভোটের জন্য রাজ্যে আসছে ৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ আজ অর্থাত্ শনিবার ঝাড়খণ্ড থেকে আসছে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ ২৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে জঙ্গলমহলে৷ ইতিমধ্যে রাজ্যে রয়েছে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷
প্রথম দফার নির্বাচনে সমস্ত ভোটে থাকবে সশস্ত্রবাহিনী৷ কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে ৷ তবে রাজ্য পুলিশ থাকবে নির্বাচন কমিশনের অধীনস্থ৷ এর আগে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ নজরে এসেছে কমিশনের৷ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতেই সব জায়গায় সশস্ত্র বাহিনী থাকবে মোতায়েন৷ জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ৷
আগামী ১১ এপ্রিল প্রথম দফায় এ রাজ্যে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ, কোচবিহার ও আলিপুরদুয়ারে।
আরও ভিডিও: পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কোচবিহারের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে ভোটকর্মীদের বিক্ষোভ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduars S25p02, Cooch Behar S25p01, Elections 2019, Lok Sabha elections 2019, West Bengal Lok Sabha Elections 2019