হোম /খবর /উত্তরবঙ্গ /
উত্তরবঙ্গে বিজেপি-তে বড় ভাঙন, গেরুয়া পতাকা ছেড়ে ঘাসফুলে এল ৪৫০ পরিবার

TMC: উত্তরবঙ্গে বিজেপি-তে বড় ভাঙন, গেরুয়া পতাকা ছেড়ে ঘাসফুলে এল ৪৫০ পরিবার

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

TMC: রাজেশ লাকরা বলেন, জন বার্লা এত দিন এখানে এসে এখানকার জনগণকে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন।

  • Last Updated :
  • Share this:

#জলপাইগুড়ি: বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে অপেক্ষাকৃত ভাল ফল করেছিল বিজেপি (BJP)। কিন্তু উপনির্বাচনে উদয়ন গুহর জয় পাহাড়ে বিজেপি-র শক্তি ধরে রাখার বিষয়টিতে প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে। এই পরিস্থিতি বেশ কয়েকধাপে উত্তরবঙ্গের একাধিক বিজেপি সদস্যরা তৃণমূলে যোগ দিয়েছে। এ বার খবর, বিজেপির শক্ত ঘাঁটিতে থাবা বসিয়েছে তৃণমূল। জলপাইগুড়ির মেটেলি ব্লকের বড়দীঘি চা বাগানের ৪৫০টি পরিবার যোগ দিয়েছে তৃণমূলে।

আরও পড়ুন: ২০ বছর ধরে পাবেন বিনামূল্যে বিদ্যুৎ! সরকারি এই প্রকল্পে শুধু করতে হবে একটিমাত্র কাজ...

রবিবার বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত মেটেলি ব্লকের বড়োদীঘি চা বাগানের টিলাবাড়ি ওজন লাইনে যোগদান সভা করল তৃণমূল। এদিন ওই এলাকার বহু বিজেপি নেতা -কর্মী তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন। রবিবার তৃণমূলের আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি রাজেশ লাকরার হাত থেকে তাঁরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। যোগদানকারীরা এ দিন সাংসদ জন বার্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। তাঁরা বলেন, এখানে জন বার্লা এসে অনেক প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। কিন্তু জেতার পর আর ওঁকে পাওয়া যায় না। এখন তিনি ফোনও তোলেন না।এলাকার অনেক সমস্যা আছে। এলাকার উন্নয়নের জন্যই আমরা তৃণমূলে যোগদান করলাম।

আরও পড়ুন: ওজন কমায়-বাড়তে দেয় না বয়স! শীতের সুপারহিট 'সর্বরোগহরা' ফুলকপি, জেনে নিন এর গুণের বহর...

রাজেশ লাকরা বলেন, জন বার্লা এত দিন এখানে এসে এখানকার জনগণকে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। তাই এলাকার সাধারণ মানুষ এখন উন্নয়নে শামিল হতে চাইছেন। সেই কারনেই দলের এই মঞ্চ থেকে এলাকা অসংখ্য মানুষ আজ তৃণমূলে যোগ দিলেন, তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। এঁদের যাবতীয় সমস্যা নিয়ে এখন আমরা দেখব। এ দিনের এই যোগদান সভায় এলাকার জনগণ নানান সমস্যার বিষয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন।

Published by:Uddalak B
First published:

Tags: BJP, TMC