#মালদহ: যাত্রী বোঝাই মোটরভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত চার আহত চার। মালদহের হবিবপুর থানার কানতুর্কা পঞ্চায়েতের গুয়ালবাড়ি রাজ্য সড়কের ঘটনা।
আরও পড়ুন: ত্রিপুরায় আজ চার কেন্দ্রে ২২ প্রার্থীর লড়াই
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রাতে বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে যাত্রীবোঝাই মোটরভ্যানে কানতুর্কা পঞ্চায়েতের লোনসা গ্রামে ফিরছিলেন লোকজন। সেই সময় উল্টো দিক থেকে আসা জাজইলগামী একটি দ্রুতগতির পিকআপভ্যান ধাক্কা মারে মোটরভ্যানটিকে। তড়িঘড়ি বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে আনা হলে মৃত্যু হয় এক মহিলা ও এক শিশুর। আহত বাকি ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এরপর হাসপাতালেই মৃত্যু হয় আরও দুজনের৷
সুকুমার টুডু ও অমল মাহাত দুজনেই হবিবপুরের লোনসা গ্রামের বাসিন্দা।মৃত শুকুরমণি সোরেন (৪৫) জাজইল পঞ্চায়েতের গোপালপুরহাট এলাকায় থাকতেন। মৃত শিশু অভিজিত হাঁসদা (৪)-র বাড়ি বৈদ্যপুর পঞ্চায়েতের দাউদপুর এলাকায়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Road Accident