হোম /খবর /উত্তরবঙ্গ /
সি হর্স পাচার চক্রের হদিশ, উদ্ধার আরও ৮.৫ কেজি সি হর্স, গ্রেফতার আরও ৩

সি হর্স পাচার চক্রের হদিশ, উদ্ধার আরও ৮.৫ কেজি সি হর্স, গ্রেফতার আরও ৩

সি হর্স পাচারের ছক

সি হর্স পাচারের ছক

বিলুপ্তপ্রায় সি হর্স পাচার চক্রে গ্রেফতার মোট চার পাচারকারী।

  • Share this:

    #নকশালবাড়ি: পাচারের আগে বিলুপ্তপ্রায় সি হর্স উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে নকশালবাড়ি থেকে ফের উদ্ধার ৮.৫ কেজির শুকনো সি হর্স। ঘটনায় গ্রেফতার আরও তিন। শনিবার নকশালবাড়ির রায়পাড়ায় টুকরিয়াঝাড় ও ঘোষপুকুর রেঞ্জ এবং নকশালবাড়ি পুলিশ যৌথ অভিযান চালিয়ে সি হর্স উদ্ধার করে। গত মঙ্গলবার ৫ কেজি সি হর্স-সহ একজনকে গ্রেফতার করার পর তদন্তে এই সাফল্য। কার্শিয়াঙ ডিভিশনের ডিএফ‌ও হরিকৃষণ পি জে জানান মোট ১৩.৫কেজি সি হর্স-সহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। আরও একজনের খোঁজে তল্লাশি চলছে।গত মঙ্গলবার রাতে নকশালবাড়ি এলাকায় অভিযান চালায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ঘোষপুকুর এবং টুকরিয়াঝাড় রেঞ্জ। ঘটনায় ৫ কেজি সি হর্স-সহ ফ‌ইজ আহমেদ নামক উত্তর দিনাজপুরের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়।শনিবার দার্জিলিংয়ের রঙ্গিত চা-বাগান থেকে জীবণ থাপা, জোড়বাংলা থেকে সুজিত তামাং এবং নকশালবাড়ির রথখোলা থেকে কঙ্কণ রাহাকে গ্রেফতার করা হয়। ফ‌ইজ আহমেদকে জিজ্ঞাসাবাদ করে অভিযান চালিয়ে এই সি হর্স উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত এই সি হর্স দক্ষিণ ভারতের চেন্নাই থেকে এনে নেপাল পাচারের ছক ছিল পাচারকারীদের। বনদফতর ও পুলিশকে লক্ষ্যভ্রষ্ট করতে এই সি হর্স দুই জায়গায় রেখে পাচারের ছক করা হয়েছিল।কার্শিয়াং ডিভিশনের ডিএফ‌ও হরিকৃষণ পি জে জানান, গত মঙ্গলবার ৫ কেজি সি হর্স সহ ফ‌ইজ আহমেদ নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে তদন্তে নেমে আরও ৩জনকে গ্রেফতার করা হয়েছে। নকশালবাড়ির মনোজ রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে এদিন সাড়ে ৮কেজি সি হর্স উদ্ধার করেছ বনদফতর। ঘটনায় এখন পর্যন্ত মোট সাড়ে ১৩কেজি শুকনো সি হর্স উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। সি হর্স চক্রে নকশালবাড়ির মনোজ রায় বর্তমানে পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে বন দফতর।বিশ্বজিৎ মিশ্র

    First published:

    Tags: Darjeeling