#মালদহ : ৩ তারিখ মহানন্দায় নৌকাডুবির ফের দশমীর রাতে মালদহে নৌকাডুবি ৷ বৈষ্ণবনগরে নৌকাডুবি,মৃত ২ শিশু-সহ ৩ ৷ নৌকায় ঠাকুর দেখতে যাওয়ার সময় বিপত্তি ঘটে ৷ প্লাবিত কৃষ্ণপুরে জলে উলটে যায় নৌকা ৷ নৌকার যাত্রীরা জলে পড়ে যান ৷ ২ শিশু ও এক নাবালকের দেহ উদ্ধার ৷
মালদহে মহানন্দা নদীতে ভয়াবহ নৌকাডুবি৷ এখনও পর্যন্ত নৌকাডুবিতে ২ জনের মৃত্যু৷ অনেকেই নিখোঁজ৷ চাঁচলের জগন্নাথপুরে এই নৌকাডুবির ঘটনা ঘটে৷ জগন্নাথপুর-মুকুন্দপুরে যাওয়ার পথে দুর্ঘটনার স্বীকার হন যাত্রীরা৷
আরও পড়ুন - বিজয়ার শেষেই কালো মেঘে ঢাকল আকাশ, প্রবল বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন এলাকা, দাপট দেখাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত
বাইচ প্রতিযোগিতা দেখতে যাচ্ছিলেন যাত্রীরা৷ অতিরিক্ত যাত্রী ওঠে নৌকাতে৷ টাল সামলাতে না পেরে উল্টে যায় নৌকায়৷ টানা বৃষ্টির ফলে ফুলে ফেঁপে রয়েছে মহানন্দাও৷ যার ফলে নৌকাও উল্টে যায়৷ চরিদিকে অন্ধকার থাকায় উদ্ধারাকাজে সমস্যার আশঙ্কা রয়েছে৷
আরও দেখুন