#মালদহ: মালদহে রেকর্ড সংক্রমণ করোনার। একইদিনে করোনা আক্রান্ত ৭৫। করোনা সংক্রমিত মালদহের ডেপুটি পুলিশ সুপার (হেডকোয়ার্টার)। করোনা আক্রান্ত ভুতনি থানার ওসি-ও । শুধু মালদহ থানাতেই ১৪ জন পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার করোনা সংক্রমিত।
মালদহ জেলায় মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২০০। মালদহ মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় মালদহে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। নতুন করে যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ২৪ জন ইংরেজবাজার পুরসভা এলাকার বাসিন্দা। ইংরেজবাজার গ্রামীণ এলাকায় আরও ৫ আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে পুরাতন মালদহ পুরসভা এলাকায় ৮জন এবং গ্রামীণ এলাকায় ৩ জন নয়া আক্রান্তের হদিশ মিলল। করে আক্রান্ত হয়েছে। পাশাপাশি, রতুয়ায় নয়া আক্রান্তের সংখ্যা ১০, কালিয়াচকে ৯।
জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত পুলিশ কর্মী, আধিকারিক ও সিভিক ভলান্টিয়ার। সব মিলিয়ে প্রায় ১৫০ পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মারণ ভাইরাসের কবলে। নতুন আক্রান্তদের তালিকায় রয়েছেন শহরের একজন চিকিৎসকও। এই মূহূর্তে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ মালদহে, উদ্বেগে প্রশাসন।
Sebak DebSarma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus