#উত্তরদিনাজপুর: ডালখোলা পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক কিশোর। আজ দুপুরে উদ্ধার হল ওই কিশোরের মৃতদেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার লালগঞ্জ সাহাসরা এলাকায়। মৃত কিশোরের নাম রাহুল মহম্মদ । বয়স ১১ বছর। উদ্ধার হওয়া কিশোরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতিবৃষ্টির কারণে গোটা জেলাজুড়েই নদী নালা খাল বিল পুকুর সব জলে ভরে রয়েছে, এরইমধ্যে মঙ্গলবার বিকেলে ডালখোলা থানার লালগঞ্জ সাহারসা গ্রামের কিশোর রাহুল মহম্মদ কয়েকজন বন্ধুর সাথে একটি পুকুরে স্নান করতে নামে। কিছুক্ষনের মধ্যেই অথৈ জলে তলিয়ে যায় রাহুল। গ্রামের বাসিন্দারা জলে নেমে অনেক খোঁজাখুঁজি করেও হদিশ পায়নি রাহুলের। এরপর রায়গঞ্জ থেকে বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরি সহ স্পীড বোট নামানো হয়। কিন্তু রাতের অন্ধকারে আর খোঁজা সম্ভব হয়ে ওঠেনি। বুধবার ডালখোলা থানার পুলিশের সহযোগিতায় আবারও ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করা হলে দুপুর নাগাদ উদ্ধার হয় কিশোর রাহুলের নিথর দেহ। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ডালখোলার লালগঞ্জ সাহারসা গ্রামে।
UTTAM PAUL
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North Dinajpur