#রায়গঞ্জ:রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে আজ থেকে একশো দিনের প্রকল্পের কাজ শুরু হল। প্রথম দিন ২৮০ জন শ্রমিক কাজে যোগ দিয়েছিলেন। দীর্ঘ দিন বাদে কাজ পাওয়া খুশী শ্রমিকরা।করোনা ভাইরাস রোধে দেশ জুড়ে লকডাউন চলছে। করোনার বিরুদ্ধে লড়াই এ মানুষকে ঘর থাকার আহ্বান জানিয়েছে সরকার। এই সিদ্ধান্তে সবথেকে বেশী সমস্যায় পড়েছেন এই সমস্ত মানুষজন। যাঁরা দিন আনেন, দিন খান। রাজ্য সরকার এই সমস্ত মানুষদের কথা ভেবে রেশনে বিনা পয়সায় চাল গমের ব্যবস্থা করেছিল। কিন্তু তাতেও মানুষের সমস্যা মেটেনি। করোনার প্রকোপ এরাজ্য থেকে সরে না যাওয়ায় মানুষ কাজের জন্য দিন মজুরদের বাড়িতে নিচ্ছেন না। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী এই অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য ১০০ দিনের প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন । গতকালই এই নির্দেশ পঞ্চায়েত গুলির কাছে পৌঁছেছে। নির্দেশ পেয়েই রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের বীজগ্রাম, পশ্চিম কর্নজোড়া এবং উদয়পুর এলাকায় এই প্রকল্পের কাজ শুরু করল পঞ্চায়েত। বীজগ্রাম এবং পশ্চিম কর্নজোড়া এলাকায় বাধের সংস্কারের কাজ এবং উদয়পুরে রাস্তার উন্নয়নের কাজে হাত দিয়েছেন।
প্রথম দিনে ২৮০ জন শ্রমিক কাজে যোগ দিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রাখা, প্রতিটি শ্রমিকে মাস্ক বা কাপড় দিয়ে মুখ বেঁধে কাজ করানো হচ্ছে। গ্রামপঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস নিজে থেকে কাজের তদারকি করছেন। লকডাউনের কারণে এই সমস্ত শ্রমিকদের মুখে ভাত জোটানই সমস্যার কারন হয়ে দাড়িয়েছিল। আজ ১০০ দিনের কাজে যোগ দেওয়ায় এই সমস্ত শ্রনিমদের মুখে হাঁসি ফুটেছে। শ্রমিকরা জানিয়েছেন, সরকার তাঁদের কথা ভেবে এই কাজ চালু করায় তাঁরা খুশী।এই টাকা পেলে তাঁরা দুই বেলা খেয়ে বেঁচে থাকতে পারবেন।
Published by:Simli Raha
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।