#মালদহ: মালদহের মানিকচকের গঙ্গায় ভেসেল দুর্ঘটনায় নিখোঁজ আরও ১জনের দেহ উদ্ধার। দুপুরে দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছু দূরে ওই ব্যক্তির দেহ ভেসে ওঠে। মৃত তারাচাঁদ যাদব(৬০) ভেসেল কর্মী ছিলেন। দুর্ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। মৃত ব্যক্তি ঝাড়খণ্ডের রাজমহলের তিনপাহাড় এলাকার বাসিন্দা। দুপুরে নদীতে স্পিডবোট নিয়ে তল্লাশির সময় দেহ ভেসে থাকতে দেখেন উদ্ধারকারী দলের সদস্যরা। এনিয়ে দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২জনের দেহ উদ্ধার হল। আরও ১জন এখনও নিখোঁজ বলে দাবি আত্মীয়দের। বৃহস্পতিবার বিকেল নাগাদ গঙ্গায় তলিয়ে যাওয়া একটি লরিও তুলে আনা হয়। গঙ্গাতে এখনও নিখোঁজ আরও চারটি লরির খোঁজ চলছে ।
সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের রাজমহল থেকে মালদহের মানিকচক ঘাটে আসার সময় ভেসেল দুর্ঘটনায় গঙ্গা নদীতে পড়ে যায় আটটি পাথর বোঝাই লরি। এরপর থেকেই এলাকায় একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে কেন্দ্রীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসন জানিয়েছিল অধিকাংশ লরি চালক ও খালাসি সাঁতরে পাড়ে উঠেছেন। অধিকাংশেরই খোঁজ মিলেছে। যদিও তিনটি পরিবারের সদস্যরা দাবি করেন, তাঁরা প্রিয়জনদের খোঁজ পাচ্ছেন না। গঙ্গায় তল্লাশির সময় বুধবারই এক লরির খালাসির দেহ উদ্ধার হয়। এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি পরিজনদের।
SEBAK DEB SARMA