#শিলিগুড়ি: কালবৈশাখীর দাপটে ১ জনের মৃত্যু হয়েছে৷ বাড়ির বাইরে গাড়িতে ঢাকা দিচ্ছিলেন তিনি৷ তখনই প্রবল ঝড়ে আছড়ে মাটিতে পড়ে মারা যান তিনি৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে৷মৃত ব্যক্তির নাম এম রবি৷ তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ কোচবিহারেও গাছ পড়ে আহত হয়েছেন ১ জন৷ মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডবে শিলিগুড়ির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে লোডশেডিং-এর জেরে সকাল থেকেই বিপর্যস্ত জনজীবন৷ রাস্তায় প্রচুর গাছ পড়ে এদিন৷ উড়ে যায় বহু বাড়ির টিনের চালও৷ ভেঙে পড়ে কাঁচা বাড়ি৷ধূপগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট৷ শিলিগুড়ির পাশাপাশি ঝড়ের তাণ্ডব ডুয়ার্স জুড়েও৷ ঝড়বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও৷ ভারত-ভুটান সীমান্তে এলাকায়ও এদিন ছিল ঝড়ের দাপট৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।