হোম /খবর /দক্ষিণবঙ্গ /
৬ মাস আগে বিয়ে,প্রথম জামাইষষ্ঠীর আগেই সব শেষ!দোকান বাঁচাতে প্রাণ দিলেন নীলাদ্রি

Barrackpore robbery: ছ' মাস আগে বিয়ে, প্রথম জামাইষষ্ঠীর আগেই সব শেষ! দোকান বাঁচাতে গিয়ে প্রাণ গেল নীলাদ্রির

ব্যারাকপুরের এই দোকানেই ডাকাতির ঘটনা ঘটে৷

ব্যারাকপুরের এই দোকানেই ডাকাতির ঘটনা ঘটে৷

গোটা ঘটনার আকস্মিকতায় এবং দুষ্কৃতীদের বেপরোয়া মনোভাবে রীতিমতো হতভম্ব এলাকার অন্যান্য ব্যবসায়ী এবং বাসিন্দারা৷

  • Local18
  • Last Updated :
  • Share this:

ব্যারাকপুর: মাত্র ৬ মাস আগে বিয়ে হয়েছিল৷ কালই ছিল প্রথম জামাই ষষ্ঠী৷ তার কয়েক ঘণ্টা আগে অপ্রত্যাশিত ভাবে থমকে গেল ব্যারাকপুরের বাসিন্দা ২৮ বছরের নীলাদ্রি সিংহের জীবন৷

বুধবার সন্ধ্যায় ব্যারাকপুরের জনবহুল আনন্দপুরী এলাকায় নীলাদ্রিদের সোনার দোকানে হানা দেয় চার জনের ডাকাত দল৷ আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দোকানে রাখা যাবতীয় গয়না হাতিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা৷ চোখের সামনে এই লুঠ মেনে নিতে পারেননি বছর আঠাশের নীলাদ্রি৷ বিপদের তোয়াক্কা না করেই দুষ্কৃতীদের বাধা দিতে যান তিনি৷ হয়তো ভাবেননি, গয়না লুঠ করতে এসে গুলি চালিয়ে দেবে দুষ্কৃতীরা৷

আরও পড়ুন: সোনার দোকানে ডাকাতিতে বাধা পেয়ে গুলি, মৃত ১,আহত ২!ভরসন্ধ্যায় ব্যারাকপুরে আতঙ্ক

ধাক্কাধাক্কির মধ্যে আচমকাই গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা৷ পিছন দিক দিয়ে নীলাদ্রির ঘাড়ের কাছে গুলি করে এক দুষ্কৃতী৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে তরতাজা ওই যুবক৷ দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন নীলাদ্রির বাবা, দোকান মালিক নীলরতন সিংহও৷ এ ছাড়াও দোকানের এক নিরাপত্তারক্ষীর পায়ে গুলি লাগে৷ এর পরেই এলাকা ছেডে় পালিয়ে যায় দুষ্কৃতীরা৷

বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন নীলাদ্রি৷ ব্যারাকপুরেই থাকে সিংহ পরিবার৷ সিংহ জুয়েলারি হাউস নামে এই দোকান কুড়ি বছরেরও বেশি পুরনো৷ ঘটনার পর নীলাদ্রিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ তাঁর বাবা এবং দোকানের নিরাপত্তারক্ষী ওই হাসপাতালেই চিকিৎসাধীন৷

গোটা ঘটনার আকস্মিকতায় এবং দুষ্কৃতীদের বেপরোয়া মনোভাবে রীতিমতো হতভম্ব এলাকার অন্যান্য ব্যবসায়ী এবং বাসিন্দারা৷ ব্যারাকপুরের ওল্ড কলকাতা রোডের উপরে যে জায়গায় এই ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে তা অত্যন্ত জনবহুল৷ সারাদিনই প্রায় মানুষ এবং যানবাহনের ভিড় থাকে রাস্তায়৷ সন্ধেবেলায় রীতিমতো গাড়ি এবং পথচলতি মানুষের চাপে যানজট সৃষ্টি হয় এলাকায়৷ এ রকম জায়গায় কীভাবে দুষ্কৃতীরা দোকানে ডাকাতি করতে আসার সাহস দেখাল, তা ভেবেই হতবাক সবাই৷

ঘটনার পর দোকানের এবং এলাকার অন্যান্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ৷ ঘটনাস্থলে যান ব্যারাকপুরের পুুলিশ কমিশনার অলোক রাজোরিয়া৷ তিনি দাবি করেছেন, খুব শিগগিরই দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে৷

সহ প্রতিবেদন- অরুণ ঘোষ

Published by:Debamoy Ghosh
First published: