হোম /খবর /দক্ষিণবঙ্গ /
দুঃস্বপ্ন ভাঙাতে রোজ বাঁশি বাজান স্বপ্না, অশোকনগরের মেয়ে যেন নারী দিবসের মুখ!

Womens Day 2023 Special: রাতের দুঃস্বপ্ন ভাঙাতে রোজ বাঁশি বাজান স্বপ্না, অশোকনগরের মেয়ে যেন নারী দিবসের মুখ!

X
স্বপ্না [object Object]

Womens Day 2023 Special: শীত-গ্রীষ্ম-বর্ষা কোনও কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি এই নারীর কাছে।

  • Share this:

উত্তর ২৪ পরগনা: আন্তর্জাতিক নারী দিবসে এমন এক নারীর গল্প, যাকে দেখলে রীতিমতো কুর্নিশ জানাতে হয়। পুরুষতান্ত্রিক সমাজে আজ নারীরা যেন সবক্ষেত্রেই সফলতা অর্জন করেছেন। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোরের ঘুম ভাঙান ইনি। যার ডাকে হয় সকাল। তিনি না আসলেই মেজাজ গরম, মন খারাপ এলাকাবাসীদের।

তিনি সকলের প্রিয় সপ্না হরিজন। সকাল হতেই মুখে বাঁশি নিয়ে ভ্যান চালিয়ে অশোকনগর পুরসভার ৮ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি পৌঁছে যান তিনি। নোংরা আবর্জনা সংগ্রহ করে নতুন ভোরের স্বপ্ন দেখান স্বপ্না। অশোকনগর কল্যাণগড় পুরসভার হরিপুর এলাকার বাসিন্দা তিনি। বাড়িতে রয়েছেন বাবা-মা আর একমাত্র ভাই। সংসারের হাল ধরতে বছর ৩৩-এর স্বপ্না হরিজন এখন অশোকনগর কল্যাণগড় পুরসভার নির্মল বাংলা প্রকল্পের কর্মী।

আরও পড়ুন: পেশায় সিভিক ভলান্টিয়ার, কিন্তু রিমার জীবনের 'নেশা' অন্য! তারিফ করতেই হবে

আদিবাসী মহিলা স্বপ্নাই এখন রীতিমতো পুরুষদের চ্যালেঞ্জ জানিয়ে প্রতিদিন নিয়ম করে সময় ধরে পৌঁছে যান বাড়ি বাড়ি। শীত-গ্রীষ্ম-বর্ষা কোনও কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি এই নারীর কাছে। সাধারণত নোংরা আবর্জনা ফেলার কাজ পুরুষেরা করে থাকেন। কিন্তু স্বপ্না ব্যতিক্রমী হতে চান। তাই তাঁর কাছে কোনও কাজই অসাধ্য নয়।

আরও পড়ুন: সন্ধে নামলেই আচমকা জ্বলে উঠছে খড়ের গাদা! বলরামপুরকে গ্রাস করছে ভয়, শুরু শোরগোল

এলাকার মহিলারা স্বপ্নাকে তাই দুর্গা বলেই চেনেন। তাঁদের কাছে যেন বাস্তবেরই দুর্গা এই স্বপ্না হরিজন। যার বাঁশির শব্দে সকালে ঘুম ভাঙে প্রত্যেকের। ওয়ার্ডের সমস্ত বাড়ির ময়লা আবর্জনা তাঁর ভ্যানের নীল, সবুজ পাত্রে তুলে নিয়ে ফেলে আসে বহু দূরে। সকালের বাঁশির হুইসেল শুনলেই সকলে সজাগ, এই বুঝি তাঁদের প্রিয় দুর্গা ওরফে স্বপ্না এল। স্বপ্না এসে যেন ওয়ার্ডের সকল মহিলাদের দিন ভাল করে দেন।

রুদ্র নারায়ণ রায়

Published by:Raima Chakraborty
First published:

Tags: North 24 Parganas news, Womens Day