হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মাঝ রাস্তায় মশারির ভিতরে কী করছে আখের রস বিক্রেতা? চর্চায় বনগাঁ! ভাইরাল ভিডিও

Viral Video: মাঝ রাস্তায় মশারির ভিতরে কী করছে আখের রস বিক্রেতা? চর্চায় বনগাঁ! ভাইরাল ভিডিও

X
আখের [object Object]

Viral Video: কী কাণ্ড! আখের রস বিক্রেতা একী করছেন? ভাইরাল ভিডিও দেখলে অবাক হবেন

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

উত্তর ২৪ পরগনা: স্বল্প সময়ে জনপ্রিয়তা পেতে পাশাপাশি ভাইরাল হওয়ার প্রবণতা বর্তমান সমাজ জীবনের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। ভাইরাল হবার চক্করে এখন মানুষ নানা অভিনব কাজ করে থাকেন। আর সেই সবই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আগুনের গতিতে।

সাধারণত আমরা গ্রামবাংলায় রাস্তার ধারে বিভিন্ন সময়ে দেখে থাকি ভ্যানে আখের রস বিক্রি করছেন বিক্রেতা। চারিদিকে যখন তাপপ্রবাহ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃষ্ণা মেটাতে পাশাপাশি শরীর ঠান্ডা রাখতে আখের রসের গুরুত্ব অপরিসীম। তবে চিকিৎসকরা জানান, রাস্তার ধারে থাকা আখের রস বা কাঁটা ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্বাস্থসম্মত ভাবে রাস্তার খাবার তৈরি না হলে শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: নিজেই ক্যামেরা চালিয়ে রিল ভিডিও বানালো পোষ্য কুকুর! গানের তালে দারুণ নাচ! ভাইরাল ভিডিও

তবে এবার এক অভিনব আখের রস বিক্রেতাকে দেখা গেল বনগাঁয়। প্রখর তাপ প্রবাহকে উপেক্ষা করেই, মশারি টানিয়ে আখের রস বিক্রি করেন এই বিক্রেতা। ধুলো মশা-মাছি থেকে বাঁচিয়ে স্বাস্থসম্মত ভাবে আখের রস তৈরির উদ্দেশেই এই উপায়। তবে তাই বলে মশারি টানানোর কি প্রয়োজনীয়তা পড়ল! আরও নানাভাবে তো ঢেকে হাইজিন মেনটেন করা যায়। মশারি টানানোর কারণ কথা বলে জানা গেল, এরকম ভাবে আখের রস বিক্রি করার মানুষ চোখে দেখতে পাচ্ছেন কিভাবে হাইজিন মেনটেন করা হচ্ছে ফলে ধুলোবালি মশা মাছি থেকে নিরাপদে আখের রস পান করতে ভিড় জমছে।

আরও পড়ুন:

এভাবে প্রচার ও বৃদ্ধি পেয়েছে অনেকাংশেই। অনেকেই আসছেন এভাবে মশারির মধ্যে আখের রস তৈরি দেখতেও। যেহেতু এভাবে মশারির মধ্যে আখের রস তৈরি করলে ধুলোবালি মশা মাছি কিছুই প্রবেশ করতে পারে না সেক্ষেত্রে কিছুটা হলেও নিরাপদ। তাই এই বিক্রেতার থেকে আখের রস খেতে ভিড় জমে মানুষের। আগে সাধারণভাবে আখের রস বিক্রি করলেও বর্তমানে মশারির নিচে আখের রস বিক্রি করায় বিক্রিও আগের থেকে অনেকটাই বেড়েছে বলে মত আখের রস বিক্রেতার। ১০ টাকা, ১৫ টাকা, ২০টাকা করে গলা ভিজাতে বিস্তীর্ণ গোপালনগর পাল্লা এলাকার মানুষ এখন হাজির হচ্ছেন এই মশারির নিচে আখের রস বিক্রেতার কাছে।

Rudra Narayan Roy

Published by:Piya Banerjee
First published:

Tags: Bangaon, North 24 Parganas news, Viral Video