হোম /খবর /দক্ষিণবঙ্গ /
গ্যাঁটের কড়ি খরচ করে পথ কুকুরদের ভ্যাকসিনেশন! নজির গড়ল এই পশুপ্রেমী

North 24 Parganas News: গ্যাঁটের কড়ি খরচ করে পথ কুকুরদের ভ্যাকসিনেশন! নজির গড়ল এই পশুপ্রেমী

X
title=

পথ কুকুরদের প্রতি তার স্নেহ ভালবাসা নজির বিহীন। গ্যাঁটের কড়ি খরচ করে পথ কুকুরদের ভ্যাকসিনেশন করান তিনি।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    উত্তর ২৪ পরগনা: কথায় আছে, জীবে প্রেম করে যেই জন সে জন সেবিছে ঈশ্বর। এই বাণীকেই নিজের জীবনের ব্রত করে নিয়েছেন পানিহাটির পশুপ্রেমী বিজয় সাউ। এই বাণীকে স্মরণ করেই চলে তার প্রতিদিনের লড়াই। আর তা সবটাই পথ চলতি সারমেয়দের জন্য। এদিন সকাল থেকেই পানিহাটির বিভিন্ন এলাকার ৫০০ পথকুকুরকে টীকা দান কর্মসূচি নিয়েছিলেন পশুপ্রেমী বিজয় সাউ। আর সেই মতোই চলল এই কর্মযজ্ঞ।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পানিহাটি বিধানসভা অঞ্চলের পথ কুকুরদের নিজের হাতে রান্না করে প্রতিদিন খাওয়ান এই বিজয় সাউ। স্থানীয় একটি বেসরকারি স্কুলে কাজ করে সামান্য বেতন পান তিনি। আর সেই বেতন খরচ করে পথ কুকুরদের খাওয়ার দেওয়া থেকে শুরু করে সেবা সুশ্রূষা সবটাই করেন বিজয়। তার এই পশুপ্রেম দেখে অনেকেই এগিয়ে আসেন, কেউ খুশি হয়ে টাকা দেন। সেই টাকা পথ কুকুরদের পেছনেই খরচ করেন এই পশুপ্রেমী বিজয় সাউ।

    আরও পড়ুন: স্বাদে অতুলনীয়! আপনার জীবনের অনেক বড় রোগ নির্মূল করে এই ঝিনুক-ছত্রাক

    এদিন পশুপ্রেমী বিজয় সাউকে দেখা গেল পানিহাটি বিধানসভা অঞ্চলের ৫০০ পথ কুকুরকে টিকা দান করতে, এলাকায় ঘুরে ঘুরে টিকা দিচ্ছেন। পথকুকুরদের বিশেষ পরিচিত এই মানুষকে দেখলেই এলাকার সারমেয়রা ছুটে আসেন। আদর খান, চলে খেলা ধুলো খুনসুটি। আর তাদের নিয়েই দিনের অনেকটা সময় মেতে থাকেন বিজয় বাবু।

    বিজয় সাউয়ের এই ধরনের উদ্যোগকেও সাধুবাদ জানাচ্ছেন পানিহাটি অঞ্চলের আপামোর সাধারণ মানুষ। যেখানে দেখা যায় কুকুরদের উপর অত্যাচার করতে ঢিল ছুড়তে নানাবিধ নৃশংস ঘটনা, সেই জায়গায় দাঁড়িয়ে এ হেন পশু প্রেম যেন সমাজকে এক অন্য বার্তা দিচ্ছে বলেও মনে করেন এলাকার পশুপ্রেমীরা। সেই জায়গায় দাঁড়িয়ে পথপুকুরদের প্রতি বিজয় সাউয়ের এই স্নেহ ভালোবাসা মানুষরূপী অভিভাবককেও হার মানাবে।

    রুদ্র নারায়ণ রায়

    First published:

    Tags: North 24 pargana