হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
বাঘের মুখ থেকে স্বামীকে বাঁচান স্ত্রী,এখন কেমন আছেন সুন্দরবনের দরিদ্র সেই দম্পতি

Sundarban Couple: জীবন বাজি রেখে বাঘের মুখ থেকে স্বামীকে বাঁচান স্ত্রী, এখন কেমন আছেন সুন্দরবনের হতদরিদ্র সেই দম্পতি

X
title=

Sundarban Couple: প্রায় ১ বছর আগে উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা সন্দেশখালির মণিপুরের বাসিন্দা ছয়রাব কারিগর সুন্দরবনের রায়মঙ্গল নদীর চরে ঘাস কাটতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হন।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

জুলফিকার মোল্যা, বসিরহাট : জীবন বাজি রেখে বাঘের আক্রমণ থেকে স্বামীকে বাঁচিয়েছিলেন অবিরন বিবি। জীবন ফিরে পেলেও ভাল নেই তাঁরা।নদীর পাশেই তখন ঘাস কাটছিলেন সুন্দরবনের ছয়রাব কারিগর ও তাঁর স্ত্রী। আচমকা ছয়রাবের ওপর ঝাঁপিয়ে পড়ে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের সঙ্গে বেশ কিছু ক্ষণ চলে লড়াই। কিন্তু শেষ রক্ষা হল না। আক্রমণ করে বাঘ কামড় বসিয়ে দিল ছয়রাব কারিগরের হাতে। প্রায় ১ বছর আগে উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা সন্দেশখালির মণিপুরের বাসিন্দা ছয়রাব কারিগর সুন্দরবনের রায়মঙ্গল নদীর চরে ঘাস কাটতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হন।

বাঘের মুখ থেকে স্বামীকে কীভাবে ছিনিয়ে আনতে সক্ষম হলেন এমন প্রশ্নের জবাবে ছয়রাব কারিগরের স্ত্রী অবিরন বিবি শোনান সেই রোমহর্ষক ঘটনার কথা, 'সুন্দরবনের জঙ্গলে ঘাস কাটতে গিয়ে স্বামীকে বাঘে আক্রমণ করে। সেই দেখে আমি ভাবলাম, যদি মরতে হয় দুজনেই মরব। তখনই জীবন বাজি রেখে সাহস নিয়ে কাস্তে হাতে স্বামীকে আক্রমণকারী বাঘের দিকে জঙ্গলের গাছ সরিয়ে এগিয়ে যাই।'

আরও পড়ুন :  উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর! মালদহ থেকে বালুরঘাট পর্যন্ত এ বার ছুটবে ইলেকট্রিক ট্রেন

দুঃসাহসিনীকে দেখে রণে ভঙ্গ দেয় রয়্যাল বেঙ্গল টাইগারও। সে ছয়রাবকে ছেড়ে  পালিয়ে জঙ্গলের দিকে চলে যায়। বাঘের মুখ থেকে বাঁচার পর ছয়রাব কারিগরের প্রচণ্ড রক্তক্ষরণ হয়। সেই সময় কোনওরকমে প্রাণে বেঁচে ফিরলেও হাত-পা সহ শরীরের একাধিক অঙ্গ এখনও স্বাভাবিক হয়নি। ফলে পরিবারের একমাত্র উপার্জনকারী অসুস্থ থাকায় তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অবিরন বিবির। তবুও একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে স্বামীর জন্য জীবন সংগ্রাম চালিয়ে‌ যাচ্ছেন একা।

আরও পড়ুন :  শনি-রবি লংড্রাইভে দিঘা ঘোরার ইচ্ছে? জেনে নিন আকাশ ভেঙে কী দুর্যোগ আসছে সৈকতশহরে

প্রসঙ্গত গত বছরের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে রায়মঙ্গল নদীর চরে ঘাস কাটতে গিয়ে বাঘের মুখে পড়েছিলেন ছয়বার কারিগর। স্ত্রী ও প্রতিবেশীদের সাহায্যে প্রাণে বাঁচলেও তার পর কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসাধীন তিনি।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Royal Bengal Tiger, Sundarban