হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বিশ্ববিদ্যালয় ঘিরে সেনা, আতঙ্কা! মণিপুর শান্ত হলেই ফিরতে চান দিশারী

North 24 Parganas News: বিশ্ববিদ্যালয় ঘিরে সেনা, প্রতি মুহূর্তে আতঙ্কা! মণিপুর শান্ত হলেই ফিরতে চান দিশারী

X
মণিপুর [object Object]

নিউ ব্যারাকপুর এর বাসিন্দা দিশারী বিশ্বাস সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়ে গিয়েছিলেন মণিপুরে।

  • Share this:

উত্তর ২৪ পরগণা: অশান্ত মণিপুরে এখনও রয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি। তবে ধীরে ধীরে কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে সেখানকার অবস্থা। পশ্চিমবঙ্গ থেকেও বহু ছাত্র-ছাত্রী পড়াশোনার জন্য মণিপুরের রাজধানী ইনফলে ছিলেন। সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতেই উৎকণ্ঠার প্রহর গুন ছিলেন ছাত্র-ছাত্রীদের পরিবার পরিজনেরা। অবশেষে উৎকণ্ঠা কাটিয়ে তাঁদের মধ্যে ১৮ জন ফিরলেন কলকাতায়।

এই পড়ুয়াদের সঙ্গেই ফিরেছেন উত্তর চব্বিশ পরগণার নিউ ব্যারাকপুরের বাসিন্দা দিশারী বিশ্বাস৷ মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে স্বস্তির শ্বাস ফেলেছে বিশ্বাস পরিবার৷

আরও পড়ুন: মালগাড়ির সঙ্গে সংঘর্ষ, যাত্রী সমেত লাইনচ্যুত লোকাল! শক্তিগড়ে বড়সড় বিপত্তি

জানা যায়, নিউ ব্যারাকপুর এর বাসিন্দা দিশারী বিশ্বাস সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়ে গিয়েছিলেন মণিপুরে। তার পর থেকেই তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে থাকে চারপাশ। তখন থেকেই দিশারী সহ সকল ছাত্র-ছাত্রীরা প্রাণ বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছিলেন। কলেজ চত্বর ঘিরে রাখে সেনাবাহিনী। চোখের সামনে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রছাত্রীরা। বিভিন্ন এলাকায় জ্বালিয়ে দেওয়া হয় ঘরবাড়ি।https://bengali.news18.com/news/purba-bardhaman/local-train-gets-derailed-near-shaktigarh-station-after-collision-with-goods-train-al18-dmg-1095219.html

এই পরিস্থিতিতে রাজ্যের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান দিশারী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি হেল্প লাইন নম্বর চালু করেন। রাজ্য সরকারের কাছে মেল করে দিশারী এবং হেল্পলাইন নম্বরেও যোগাযোগ করা হয়। এরপরই, তৎপর হয় রাজ্য প্রশাসন। ইমফল থেকে বিশেষ বিমানে কলকাতায় নিয়ে আসা হয় ১৮ জন পড়ুয়া কে।

দিশারী জানান, আশা করা যাচ্ছে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। এবং আবারও তিনি ফিরে যাবেন ইমফলে তাঁর কলেজে। এই কয়েকদিন চরম আতঙ্কের মধ্যে থাকলেও, বর্তমানে বাড়ি ফিরে খুশি দিশারী। পরিবারের তরফ থেকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকেও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

Rudra Narayan Roy

First published:

Tags: Manipur