বসিরহাট: ভারত বাংলাদেশ সীমান্তে নারীপাচার, বাল্য বিবাহ রুখতে পুলিশের বিশেষ উদ্যোগ। প্রত্যন্ত গ্রাম এলাকায় পুলিশের কথা শুনলে ভয় পায় না এমন লোক খুব কমই আছে। আর এই ভয়ের জন্য বাল্য বিবাহ, নারী পাচারের ঘটনা আটকানো সম্ভব হয় না অনেক সময়। তাই মানুষের মনের ভেতর থেকে পুলিশের ভয় কাটাতে এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে বসিরহাট-১ নম্বর ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া পঞ্চায়েতে এলাকায় বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে পুলিশি সহায়তা ক্যাম্পের আয়োজন করা হল।
পাশাপাশি কোথাও কিছু চোখের সামনে অন্যায় হচ্ছে, বাল্যবিবাহ ও নারী পাচারের ঘটনা ঘটলে কি ভাবে পুলিশে অভিযোগ জানাতে হবে বা কি করতে হবে তা অভিভাবক সহ এলাকার মানুষদের বুঝিয়ে দেন বসিরহাট থানার পুলিশ আধিকারিকরা।
এদিনের এই পুলিশি সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট জেলা পুলিশের ডিএসপি গোলাম সারোয়ার, বসিরহাট থানার আইসি সুরেন্দ্রনাথ সীং, বসিরহাট থানার মেজ বাবু, অন্যান্য পুলিশ আধিকারিক-সহ উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সাহারাব মন্ডল এবং এলাকার একাধিক বিশিষ্টজনেরা।জানা গেছে, বসিরহাট জেলা সীমান্তবর্তী জেলা হিসেবেই পরিচিত। জেলার তিনদিকে রয়েছে বাংলাদেশ সীমান্ত।
আরও পড়ুন: কুন্তলের চিঠি মামলার শুনানি, অভিষেক-তলবে কী সিদ্ধান্ত? কলকাতা হাইকোর্টে জোর সওয়াল-জবাব
এই জেলায় মাঝেমধ্যেই নারী পাচার ও বাল্য বিবাহের ঘটনা ঘটেই। বাল্যবিবাহ রোধ ও নারী পাচার বন্ধ করতে উদ্যোগী হয়েছে বসিরহাট জেলা পুলিশ প্রশাসন। জেলার বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক শিবির করছে পুলিশ-এর আগে বিভিন্ন স্কুলে। পাশাপাশি স্কুলের পক্ষ থেকেও ছাত্রীদের মধ্যে থাকা পুলিশ নামক ভয়ভীতি দূর করতে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএসপি গোলাম সারোয়ার তিনি জানান, পুলিশ সম্বন্ধে ভয় কমবেশি সকলেরই থাকে।
অনেক মানুষ এই ভয়ের কারণে পুলিশের কাছে যেতে পারেন না থানায়ও পৌঁছাতে পারেন না৷ সেই ভয় দূর করতে এদিন বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এই পঞ্চায়েতে। যাতে মানুষ নির্দ্বিধায় বলতে পারে তাদের মনের অসুবিধার কথা। এ দিন পুলিশের তরফ থেকে বাল্যবিবাহ কেন অবৈধ সেগুলো গুছিয়ে বলা হয়। পাচার নিয়ে সচেতন করা হয়। তবে সেই ভয় তাদের আজ পুলিশের অনুষ্ঠানে এসে ভয় দূর হয়েছে বলেই জানিয়েছেন নিন্দারিয়া কোদালিয়া পঞ্চায়েতের বিভিন্ন মানুষেরা।
অনেক অনেক ছাত্রছাত্রী আশা ব্যক্তিরা কেউ কেউ বলেন বিপদে পড়লে সহপাঠীদের সহযোগিতা করতে পারবেন বলে তারা জানিয়েছেন৷ এছাড়াও চোখের সামনে কোনও অপরাধ হলে কী ভাবে তারা পুলিশের অভিযোগ জানাবে শেষ সব তারা জানতে পেরেছে। আজকের উদ্যোগে হয়ত আগামী দিনে কিছুটা হলেও ছাত্রীদের দ্বারা বাল্যবিবাহ ও নারী পাচার রোধ করা সম্ভব হবে।
জুলফিকার মোল্লা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West bengal Police