অশোকনগর: শারীরিক সমস্যাকে জয় করে রাজ্য স্তরে যোগাসনে তৃতীয় হল ছোট্ট রেহান। ছেলের কৃতিত্বে এখন খুশি বাবা-মা থেকে প্রতিবেশীরাও। জানা গিয়েছে, ছোট বেলা থেকেই শ্বাসকষ্টের কারণে নেবুলাইজার দিতে হত রেহানকে। এমনকী চোখেরও সমস্যা ছিল তার।
ছেলেকে সুস্থ রাখতেই যোগাসনে ভর্তি করেন বাবা রণদেব ঘোষ এবং মা পূজা ঘোষ। আর সেই যোগাসনের মাধ্যমেই আজ অনেকটাই সুস্থ রেহান শুধু তাই নয়, রীতি মত যোগাসনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করায়, মধ্যবিত্ত পরিবারে যেন উৎসবের আকার নিয়েছে।
আরও পড়ুন: ক্লাস রুমেই রয়েছে নাকি ভূত! বারাসাতে আতঙ্কে স্কুলে আসছে না ছাত্রীরা
পাড়া-প্রতিবেশীরা ও এখন রেহানকে নিয়ে গর্বিত। পরিবার সূত্রে জানা যায়, শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে ২৪ টি রাজ্যের মধ্যে হয় যোগাসন প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় অংশ নেয় ছোট্ট বছর ছয়ের রেহান। আর সেখানেই তৃতীয় স্থান অধিকার করে জেলার এই খুদে প্রতিভা। ছেলের এই সাফল্য মেলায়, অন্য শিশুদের আগামী দিনে শরীর চর্চা, যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকার পথ দেখাবে বলেই মনে করছেন রেহানের বাবা মা থেকে পাড়া-প্রতিবেশীরাও।
আরও পড়ুন: পেতে পারেন অনেক টাকা ঋণ, দেবে মৎস্য় দফতর! মিলবেও খুব সহজে
রেহান এখন ক্লাস ওয়ানের ছাত্র। ইতিমধ্যেই যোগাসনের সাফল্য পাওয়া এই খুদে প্রতিভাকে দেখতে অশোকনগর পাঁচ নম্বর তরুণ পল্লী এলাকায় আসছেন বহু মানুষ। শারীরিক সমস্যাকে জয় করে ইচ্ছা শক্তির দ্বারা যে সাফল্য মেলে তা আরও একবার প্রমাণ করল ছোট্ট রেহান।
----Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।