বসিরহাটঃ ছেলের সামনে মাকে শ্বাসরোধ করে খুন, অভিযোগে আটক ননদ, শাশুড়ি ও শ্বশুর৷ চোখের সামনে মায়ের মৃত্যু দেখে বাকরুদ্ধ ছেলে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের সান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া গ্রামের ঘটনা। বছর ৩৫ এর নুরবানু বিবির সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল ননদ শ্বশুর ও শাশুড়ির মধ্যে। এই নিয়ে বেশ কয়েকবার শালিশি সভা বসলেও কোন সমাধান সূত্র বের হয়নি। অভিযোগ সময় যত গড়িয়েছে নির্যাতন তত বেড়েছে। নুরবানুকে মারধর করা হয় স্বামীর অজান্তে।
এদিন দুপুরে স্বামী আলম গাজী রাজমিস্ত্রির কাজে বাইরে গেলে সেই সুযোগে ১০ বছরের ছেলের সামনে ননদ মাতুরা বিবি শ্বশুর মঞ্জুর গাজী, শাশুড়ি রাশেদা বিবি, শ্বাসরোধ করে খুন করে ঘরের আড়ায় ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। এই খবর প্রতিবেশীরা জানার সঙ্গে সঙ্গে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গিয়ে ননদ, শ্বশুর শ্বাশুড়িকে আটক করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: সংখ্যালঘুদের জন্য 'এত' কাজ, তবু সাগরদিঘিতে এই ফল! বড় সিদ্ধান্ত নিলেন মমতা
মৃত নুরবানুর দুই ছেলে ও দাদা এই ঘটনায় অভিযুক্তদের রীতিমতো কঠিন শাস্তির দাবি জানিয়েছে। প্রতিবেশীরা জানাচ্ছেন স্বামী বাড়িতে না থাকার সুবাদে সেই সুযোগে নুরবানুর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত শশুর শাশুড়ি ননদ। তারাও এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি চায়ছেন।
আরও পড়ুন: চিনতেই পারবেন না আর, বদলে যাচ্ছে বাংলার এই বিখ্যাত স্টেশন! মিলবে বিপুল সুযোগ-সুবিধাও
ছেলের সামনে মাকে মেরে ফেলায় বাকরুদ্ধ হয়ে পড়েছে মৃতের দশ বছরের ছেলে। এই ঘটনার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুন না আত্মহত্যা! তদন্ত শুরু করেছে পুলিশ। এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।
---জুলফিকার মোল্যা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, West Bengal news