দত্তপুকুর : দত্তপুকুরের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী আক্রম। দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের।
দত্তপুকুর থানার তারাপুকুর এলাকায় একটি ক্লাবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায় বছর ১৭-র সংগ্রাম কাঞ্জিলাল। সেখানে গাড়ি রাখার পর এক ব্যক্তি মুখে রুমাল বেঁধে এসে তাঁর বাবার নাম জানতে চায়, বাবার পরিচয় জানার পর তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ । এর পর সংগ্রাম পরিবারের সদস্যদের জানালে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
আরও পড়ুন: পুকুরের ধারে যেতেই বীভৎস দৃশ্য, ভরতপুরে বিশাল চাঞ্চল্য
যদিও আহত কিশোরের দাদা কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি সম্বিত কাঞ্জিলাল বলেন, কে বা কারা মেরেছে সে বিষয়ে তিনি জানেন না । কিন্তু তাঁদের পরিবারের সদস্যরা প্রত্যেকেই রাজনীতির সঙ্গে যুক্ত তাই, সেই কারণেও তার ভাইয়ের উপরে এই হামলা চালানো হতে পারে।
নির্দিষ্ট কারও বিরুদ্ধে না হলেও দত্তপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ দত্তপুকুর অঞ্চলের গোপাল কাঞ্জিলালের সঙ্গে দলেরই আর এক গোষ্ঠীর দীর্ঘদিন ধরে ঠান্ডা লড়াই চলে আসছে৷ এ নিয়ে একাধিকবার বোমাবাজি, রাস্তা অবরোধ ঘটনা ঘটেছে৷ তাহলে কি শাসকদলের আর এক গোষ্ঠীর লোকজনই এই হামলার পিছনে রয়েছে, সেই প্রশ্নও উঠছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ।
জিয়াউল আলমনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, North 24 Parganas