বসিরহাট: সীমান্তে সোনার বিস্কুট পাচারকারী বাইক আরোহীকে গ্রেফতার করল বিএসএফ৷ উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা। জানা গিয়েছে, অভিনব কায়দায় সোনার বিস্কুট পাচারের চেষ্টা চলছিল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মহকুমার স্বরূপনগর থানার কৈজুরি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ দোবিলা সীমান্তের ঘটনা।
শরীরের উরুতে সেলোটেপ দিয়ে লাগানো ছিল ৫টি সোনার বিস্কুট৷ সোনার বিস্কুটগুলির ওজন ছিল ৫৮১ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা। দেবাশিস দেবনাথ নামে ওই পাচারকারী সোনার বিস্কুটগুলি নিয়ে বাইকে করে ভারতীয় সীমান্তে নিয়ে আসছিল। সে সময় তাঁকে দেখে ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়৷ তাঁকে থামিয়ে শউরু হয় জিজ্ঞাসাবাদ৷ মোটরবাইকে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দেখা যায়, তাঁর শরীরের একটি বিশেষ অংশে বেশ কয়েকটি সোনার বিস্কুট সেলোটেপ দিয়ে আটকানো রয়েছে। তারপরেই প্রথম তাঁকে আটক করা হয়, তারপর তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশ হাতে।
আরও পড়ুন:ভয়ঙ্কর আগুন! পুড়ে ছাই গবাদিপশু, লক্ষাধিক টাকার ক্ষতির দাবি গৃহস্থের
বিএসএফের প্রাথমিক অনুমান থাইল্যান্ড, মালয়েশিয়া, মায়ানমার, বাংলাদেশ হয়ে সীমান্তরক্ষীর বাহিনীর নজর এড়িয়ে এদেশে ঢুকেছে। তাহলে একদিকে যেমন প্রশ্ন উঠছে সীমান্ত সুরক্ষা নিয়ে, অন্যদিকে আন্তর্জাতিক পাচার চক্র সক্রিয় হওয়া নিয়েও চিন্তা বাড়ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।