হোম /খবর /দক্ষিণবঙ্গ /
নেশার জন্য এ কোন জিনিস পাচারের পরিকল্পনা চলছিল! জানলে চোখ কপালে উঠবে

North 24 Parganas News: নেশার জন্য এ কোন জিনিস পাচারের পরিকল্পনা চলছিল! জানলে চোখ কপালে উঠবে

সাংবাদিক সম্মেলন পুলিশের

সাংবাদিক সম্মেলন পুলিশের

North 24 Parganas News: গোপন ডেরা থেকে প্রায় পাঁচ হাজার ৩০০ বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, নেশার সামগ্রী হিসাবে ওই বিপুল পরিমাণ সিরাপ বাংলাদেশে পাচার করার জন্য মজুত করা হয়েছে।

  • Share this:

উত্তর ২৪ পরগনা: গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি কাশির সিরাপ উদ্ধার করল গোপালনগর থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বৈরামপুর গ্রাম পঞ্চায়েতর সনেকপুর চোঙ্গরদা বিল এলাকায় গোপন ডেরা থেকে প্রায় পাঁচ হাজার ৩০০ বোতল কোডেইন ফসফেট যুক্ত জনপ্রিয় ব্র্যান্ডের সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, নেশার সামগ্রী হিসাবে ওই বিপুল পরিমাণ সিরাপ বাংলাদেশে পাচার করার জন্য মজুত করা হয়েছে। এর সঙ্গে আন্তঃরাজ্য পাচারচক্রের যোগও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, বৈরামপুর গ্রাম পঞ্চায়েতর সনেকপুর চোঙ্গরদা বিল এলাকা থেকে সম্প্রতি ৩০০ বোতল কাশির সিরাপ-সহ পরিতোষ দে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্কর। পুলিশি হেফাজতে নিয়ে ওই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে আরও ৫ হাজার বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার হয় পাচারকারীর ডেরা থেকে।

আরও পড়ুন: ‘ঘৃণার বাজার বন্ধ, শুরু ভালবাসার দোকান’, কর্ণাটকের ফলে প্রতিক্রিয়া রাহুলের

আরও পড়ুন: অভিষেকের সভার কাজ দেখে আর ফেরা হল না, মেমারিতে মর্মান্তিক পরিণতি তৃণমূলের শুভেন্দুর!

 

এই বিষয়ে বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস সাংবাদিক বৈঠকে জানান, গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্করের নেতৃত্বে এই বিপুল পরিমাণ সিরাপ উদ্ধার হয়েছে। গ্রেফতার হওয়া  সিরাপ পাচারকারী আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে এই সামগ্রী এসেছিল এবং তা কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

রুদ্র নারায়ণ রায়

First published:

Tags: Crime, Crime News