হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
ভ্যালেন্টাইন্স ডে-তে রাস্তায় গোলাপ হাতে পুলিশ, কাদের দিলেন ভালবাসা? অবাক কাণ্ড!

North 24 Parganas News: ভ্যালেন্টাইন্স ডে-তে রাস্তায় গোলাপ হাতে পুলিশ, কাদের দিলেন ভালবাসা? অবাক কাণ্ড!

X
গোলাপ [object Object]

North 24 Parganas News: পুলিশের তরফ থেকে কোনও রকম আইনি ব্যবস্থা না নিয়ে ভালবাসা প্রদর্শনের মধ্যে দিয়েই সচেতনতা প্রচার চালানো হল হাবরা থানার পক্ষ থেকে। পালন করা হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ।

  • Share this:

উত্তর ২৪ পরগনা: ভালবাসা দিবসে গোলাপ ফুল হাতে রাস্তায় দেখা গেল পুলিশকে। পথ চলতি এই মানুষদের হাতে গোলাপ ফুল তুলে দিচ্ছেন স্বয়ং পুলিশ আধিকারিক। আর তা দেখতেই সাময়িকভাবে থমকে গেল যান চলাচল।

ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা আধিকারিকেরা রাস্তায় একে একে ধরলেন নিয়ম ভঙ্গ করে বাইক চালানো আরোহীদের। রাস্তার মাঝেই সকলের সামনে তাদের হাতে তুলে দেওয়া হল ভালবাসার প্রতীক লাল গোলাপ। লজ্জা সংবর্ধনা দেওয়া হল নিয়ম ভঙ্গ করে হেলমেট বিহীন বাইক চালকদের। এদিন পুলিশের তরফ থেকে কোনও রকম আইনি ব্যবস্থা না নিয়ে ভালবাসা প্রদর্শনের মধ্যে দিয়েই সচেতনতা প্রচার চালানো হল হাবরা থানার পক্ষ থেকে। পালন করা হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ।

আরও পড়ুন- রাজ্য বাজেট করেই তিন দিনের সফরে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী

আরও পড়ুন- ‘অনেক কিছু শিখতে পারব, সুযোগ পেলে দলে জায়গা ধরে রাখার চেষ্টা করব’: তিতাস সাধু

'সেফ ড্রাইভ সেভ লাইফ'-এর প্রচার চালাতে বারাসত পুলিশ জেলার হাবরা থানার উদ্যোগে এদিন হাবরা থানার সামনেই যশোর রোডে আয়োজন করা হয়েছিল এক বিশেষ সচেতনতা প্রচারের। অংশ নেন হাবরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়, হাবরা পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা-সহ ট্রাফিক বিভাগের আধিকারিকেরা।

এদিনের অনুষ্ঠান থেকেই হেলমেট বিহীন যাত্রীদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। পাশাপাশি হাবরা হুইলসের পক্ষ থেকে একটি সুবিশাল রেলি হাবরার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন সচেতনতা প্রচার করতে। ভ্যালেন্টাইন্স ডে-তে পথ চলতি নিয়ম না মানা বাইক আরোহীদের নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়। বাইক চালানোর সময় পরিবার-সহ প্রিয়জনেরাও যে তার অপেক্ষায় আছে তা মনে করাতেই গোলাপ ফুল দিয়ে ভালবাসার কথা বোঝানো হয়। রাস্তায় সকলের সামনে পুলিশের দেওয়া গোলাপ ফুল লজ্জা সংবর্ধনা পেয়ে অনেকেই জানালেন, আর হেলমেট ছাড়া বাইক চালাবেন না তাঁরা। পথ নিরাপত্তার পাশাপাশি দুর্ঘটনা কমাতে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও।

Rudra Narayan Roy

Published by:Teesta Barman
First published:

Tags: Habra, North 24 Pargana news, Traffic Rules