হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ব্যারাকপুর হত্যাকাণ্ডে গ্রেফতার ২! দোকান মালিকের ছেলেকে কেন গুলি, এখনও ধোঁয়াশা

Barrackpore shoot out update: ব্যারাকপুর হত্যাকাণ্ডে গ্রেফতার ২! শুধুই ডাকাতিতে বাধা না অন্য উদ্দেশ্য খুন নীলাদ্রি, এখনও ধোঁয়াশা

ব্যারাকপুরের সেই সোনার দোকানের সামনে ফরেন্সিক দল৷

ব্যারাকপুরের সেই সোনার দোকানের সামনে ফরেন্সিক দল৷

গত বুধবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে একটি সোনার দোকানে হানা দেয় চারজনের একটি দুষ্কৃতী দল৷

  • Share this:

ব্যারাকপুর: ব্যারাকপুর শ্যুট আউট কাণ্ডে ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃত দু’ জনই এই খুনের সঙ্গে সরাসরি যুক্ত বলে দাবি পুলিশের৷ ধৃতদের মধ্য সফি খান নামে একজনকে ব্যারাকপুর সংলগ্ন রহড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ৷ আর এক অভিযুক্ত জামসেদ আনসারিকে বীরভূমের মুরারই এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ৷ ডাকাতি এবং খুনের ঘটনায় ব্যবহৃত মোটরবাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ তবে খুনের উদ্দেশ্য কী, তা এখনও স্পষ্ট নয় বলে জানিেয়ছে পুলিশ৷

গত বুধবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে একটি সোনার দোকানে হানা দেয় চারজনের একটি দুষ্কৃতী দল৷ ডাকাতির চেষ্টায় বাধা দিলে সোনার দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিংহকে গুলি করে খুন করে অভিযুক্তরা৷ গুলিবিদ্ধ হন নীলাদ্রির বাবা নীলকান্ত সিং এবং দোকানের এক নিরাপত্তারক্ষীও৷ এর পরই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷

জনবহুল এলাকায় দুষ্কৃতীদের এই বেপরোয়া মনোভাবে পুলিশের ভূমিকায় রীতিমতো প্রশ্ন উঠে যায়৷ ঘটনার পরই সিসিটিভি ফুটেজের সূত্র এবং পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ৷ শেষ পর্যন্ত ঘটনার দেড় দিনের মাথায় সাংবাদিক বৈঠক করে দুই অভিযু্ক্তকে গ্রেফতারের কথা জানালো পুলিশ৷

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) আশিস মৌর্য জানান, ধৃতদের নাম সফি খান এবং জামসেদ আনসারি৷ এদের মধ্যে সফি খানকে উত্তর চব্বিশ পরগণারই রহড়া থেকে গ্রেফতার করা হয়েছে৷ জামসেদ আনসারিকে বীরভূমের মুরারই থেকে গ্রেফতার করা হয়েছে৷ তবে কেন ডাকাতি করতে বাধা পেয়েই নীলাদ্রিকে খুন করা হল, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য কাজ করেছে তা এখনও স্পষ্ট করে জানায়নি৷ তবে পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যেই ওই দোকানে হানা দিয়েছিল দুষ্কৃতীরা৷

দুই অভিযুক্তের গ্রেফতারিতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে মৃত নীলাদ্রির পরিবার৷ তাঁদের এখন দাবি, প্রশাসন যেন চারজনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে৷

সহ প্রতিবেদন- অরুণ ঘোষ

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Barrackpore, Crime News, North 24 Parganas