উত্তর ২৪ পরগনা: কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর শীতের মরশুমে পিঠেপুলি খাওয়ার মজা কিছুতেই ছাড়তে পারে না ভোজন রসিক মানুষজন। আর তাই পৌষ মাস শেষ হয়ে গেলেও, নব ব্যারাকপুরে আয়োজন করা হল পিঠে পার্বণ উৎসবের। এই অনুষ্ঠানকে ঘিরে আরও একবার যেন উৎসবের মেজাজ ফিরল গোটা এলাকায়।
অনুষ্ঠানে এলাকার মহিলারাই নিজের হাতে বিভিন্ন ধরনের পিঠেপুলি পাটিসাপটা তৈরি করে, নিজেরাই প্রতিযোগিতায় শামিল হলেন। বাইরের কোন পিঠেপুলি পাটিসাপটার স্টল কিন্তু এখানে স্থান পায়নি বলেই জানান উদ্যোক্তারা। সবকটি স্টলই এলাকার মহিলাদের। আর এই উৎসবকে ঘিরেই শীতের বিদায়ের সময় যেন এক অন্য মাত্রা লাভ করল। পাশাপাশি এলাকার মহিলাদের মধ্যে চলল পিঠেপুলি পাটিসাপটা তৈরির প্রতিযোগিতা। পিঠে খাওয়ার পাশাপাশি অনেকেই আসলেন এই উৎসব দেখতে। আর তাতেই বাড়তি উৎসাহ জোগাল এলাকার মহিলাদেরও।
আরও পড়ুন: মডার্ন আর্টের উপর হচ্ছে টেরাকোটা! কোন জায়গার জানেন? দেখে নিন
নববারাকপুর পুরসভার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে স্থানীয় পূর্বাচল প্রাঙ্গণে পিঠে পার্বন উৎসবের আয়োজন করা হয়। পিঠে পার্বন উৎসবে ঘিরে মহিলাদের হাতে তৈরী ভিন্ন স্বাদের পিঠে ও পাটিশাপটা বানানো দেখে মহিলাদের প্রশংসা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ সৌগত রায়। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ স্থানীয় পৌর প্রতিনিধিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজ হোটেলের দু জন শেফ।
আরও পড়ুন: ভরা মেলায় হামলা, ভাই-বোনের গলায় ধারাল অস্ত্রের কোপ, উত্তেজনা পূর্ব মেদিনীপুরে
মন্ত্রী সাংসদ ৩৫ টি পিঠে পুলির স্টল ঘুরে দেখেন। মহিলাদের হাতের তৈরী পিঠে পুলিরও স্বাদ নেন। পাশাপাশি প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসবে আগত ভোজন রসিকদের আনন্দ দেওয়ার জন্য চলে সংস্কৃতিক অনুষ্ঠানও।
রূদ্র নারায়ণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North 24 Pargana news