হিঙ্গলগঞ্জ: সুন্দরবনে দুয়ারের ডাক্তার পরিষেবা পেয়ে খুশি প্রত্যন্ত গ্রামের মানুষ। উত্তর ২৪ পরগনার বসিরহাট হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দর মনের প্রত্যন্ত গ্রামে আরজিকর, এসএসকেএম-এর একদল নামী চিকিৎসক পৌঁছে গেলেন হাসনাবাদ ব্লকের রামেশ্বরপুর বরুণহাটে স্বাস্থ্য কেন্দ্রে। হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে চিকিৎসকরা প্রায় ২০০০ রোগীকে এ দিন সকাল থেকে তাদের একদিকে চিকিৎসা করলেন, অন্যদিকে বিনামূল্যের সরকারি ওষুধ দিলেন।
কিছুদিন আগে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালের ১৬ জানুয়ারি ঘোষণা করেছিলেন, দুয়ারের পৌঁছে যাবে ডাক্তার। প্রকল্পের নাম দিয়েছিলেন 'দুয়ারে ডাক্তার'। আর সেই দুয়ারে ডাক্তার প্রকল্প বাস্তবায়িত করতে সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিলেন ৩০ জনের চিকিৎসকের প্রতিনিধি দল।
আরও পড়ুনঃ ফের কুসংস্কারের ছায়া দেগঙ্গায়, কাটা হল গাছের ডাল
সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষ যারা ঠিকমতো চিকিৎসা করতে পারে না। তাদের জন্য এ বার কলকাতার এসএসকেএম, আরজি কর, পিজি হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এগিয়ে এলেন।
একদিকে সুন্দরবনের প্রান্তিক মানুষের শরীরের নানা রকম দূরারোগ্য রোগ পরীক্ষা করলেন অন্যদিকে তাদের ওষুধ দিলেন বিনামূল্যে এইসব পেয়ে খুশি প্রত্যন্ত অঞ্চলের মানুষ। দুয়ারের ডাক্তার অনুষ্ঠানের উদ্বোধন করলেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরৎকুমার দ্বিবেদী। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাসকে বসিরহাট মহকুমা শাসক মৌসম মুখোপাধ্যায়-সহ বিশিষ্ট চিকিৎসকরা।
জুলফিকার মোল্যা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sundarban