#উত্তর ২৪ পরগনা: নেশা বর্জন করুন, পাশাপাশি নেশা মুক্ত সমাজ গড়ে তুলেন, এই বার্তা নিয়ে ঠাকুরনগর থেকে হেঁটে কেদারনাথের পথে যাত্রা শুরু করলেন ঠাকুরনগরের দুই যুবক। কয়েক মাস আগে "আত্মহত্যা কোন সমস্যার সমাধান নয়" এই বার্তা নিয়ে সাইকেলে দেশের ২৪ রাজ্য ঘুড়ে বাড়ি ফিরেছেন গাইঘাটার যুবক সঞ্জয় বিশ্বাস।
এবার তার দেখানও পথে নেশা মুক্ত সমজ গড়ার বার্তা নিয়ে প্রায় ১৯০০ কিলোমিটার পায়ে হেঁটে কেদারনাথ যাওয়ার সিধান্ত নিলেন ঠাকুরনগর কাড়োলার দুই যুবক সৌগত বিশ্বাস ও সুমন মণ্ডল। সৌগত বলেন, সমাজে যে ভাবে নেশার বারবারন্ত তাতে মনে হয়েছিল এই বার্তা তুলে ধরা উচিত। আর শরীরের জোরের থেকেও বেশি মনের জোরে এই উদ্যোগ।
আরও পড়ুন - পুরীর আদলে তৈরি হচ্ছে ৩০ ফুটের রথ, বেলঘড়িয়ায রথতলায় এবছর জমজমাট রথযাত্রা
আরও পড়ুন - মাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস অশোকনগরের বিধায়কের
ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুজো দিয়ে এদিন তারা হাটা শুরু করেন। তাদের যাত্রা শুরুতে পাশে ছিলেন সৌগতর মা শুক্লা বিশ্বাস ও সঞ্চয় বিশ্বাস সহ আরো বহু স্থানীয় বাসিন্দা ও ঠাকুরবাড়ির ভক্তরাও। প্রথম বার স্থানীয় যুবকদের এমন উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে ঠাকুরনগরবাসীরা। ছেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মা শুক্লা দেবী। তিনি বলেন, ও নিজের লক্ষে জয়ী হয়ে আসুক তাতেই আমার আনন্দ। সমাজে নানা ক্ষেত্রে দেখা যায় নেশাগ্রস্ত হয়ে মূল পথ থেকে অনেকটাই আলাদা হয়ে যায়।
সমাজের মূল স্রোতে ফিরে আসতে গেলে তাই নেশাকে বর্জন করে মানসিক শক্তি কে হাতিয়ার করে এগিয়ে যেতে হবে সেই বার্তা তুলে ধরতেই এই অভিনব উদ্যোগ। আগামী দিনে আরও নানা পরিকল্পনা রয়েছে তাদের বলেও যাত্রার পূর্বে জানান সৌগত সুমন।
রুদ্র নারায়ণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bongaon, North 24 Parganas news