হোম /খবর /দক্ষিণবঙ্গ /
প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সোনা জয়! ১২ বছরের সপ্তকের কীর্তিতে গর্বিত অশোকনগর

Offbeat News: প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সোনা জয়! ১২ বছরের সপ্তকের কীর্তিতে গর্বিত অশোকনগর

X
তাইকোন্ডো [object Object]

প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে ইন্টারন্যাশনাল তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে সোনা জয় সপ্তকের

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

উত্তর ২৪ পরগনা: প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে দিল্লিতে আয়োজিত ইন্টারন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে তিনটি ইভেন্টে সোনার পদক জিতল অশোকনগরের ছোট্ট ছেলে সপ্তক সাহা। মাত্র তিন বছর বয়সে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল অশোকনগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের জোড়া পুকুর এলাকার এক রত্তি সপ্তকের। ব্রেন সহ শরীরের একাংশ অকেজো হয়ে পরে ছোট্ট সপ্তকের। পরিবারের একমাত্র সন্তানের অসুস্থতায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও বড় বড় ডাক্তার দেখানো হয়, ডাক্তারি পরামর্শে বলা হয় সপ্তককে ফিজিওথেরাপি এবং খেলাধুলার মধ্যে ব্যস্ত রাখতে হবে। তবেই এক সময় সুফল পাওয়া যেতে পরে। ডাক্তারি পরামর্শ অনুযায়ী তারপর থেকে শুরু হয় ফিজিওথেরাপি এবং মাত্র ছয় বছর বয়সে স্থানীয় এক কোচের হাত ধরে শুরু হয় সপ্তকের অনুশীলন।

আরও পড়ুন: ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া... ভারী বৃষ্টি, বজ্রঝড়! আবহাওয়ার বড় সতর্কতা ঘোষণা IMD-র

এই মুহূর্তে বছর বারোর পঞ্চম শ্রেণীর পড়ুয়া সপ্তকের ঝুলিতে জেলা স্তরে রয়েছে একটি সোনার পদক - রাজ্য স্তরে দুটি সোনার পদক ও একটি সিলভার পদক। শুধু তাই নয় আন্তর্জাতিক স্তরে দিল্লির তেয়াগরাজ স্টেডিয়ামে আয়োজিত হওয়া ইন্টারন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে অশোকনগরের এই ছেলে ফাইটিংয়ে - পুমসে এবং স্পিড কিকে একটি করে সোনার পদক যেতে সপ্তক। এখন সপ্তক শুধু অশোকনগর বা রাজ্যের গর্ব নয়, সপ্তক এখন দেশের গর্ব।

সপ্তকের সাফল্যে খুশি পাড়া প্রতিবেশী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠীরাও। সপ্তকের মা মাম্পি সাহা দে জানান, ছেলে যখন মাত্র তিন বছর বয়সে অসুস্থ হয়ে পড়েছিল তখন মানসিক ভাবে খুব ভেঙ্গে পড়েছিলাম, ছেলে এই মুহূর্তে অনেকটাই সুস্থ শুধু মাত্র এখন ডান পায়ে এবং ডান হাতে কিছুটা সমস্যা রয়েছে।

আরও পড়ুন: জলের দরে Mini Air Cooler! বাজারে এসেই সুপারহিট! ঘরে আনুন ঠান্ডা ঠান্ডা কুল কুল কুলার! কিনবেন কী ভাবে?

আজ ছেলে ইন্টারন্যাশনাল স্তরে খেলছে, যেখানে কিনা দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগী ছাড়াও শ্রীলংকা - বাংলাদেশ - মায়ানমার - সাউথ করিয়া - ইউকে - জাপান - নেপাল - ভুটানের মতন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন তার মধ্য থেকে আমার ছেলে তিন - তিনটে সোনার পদক জিতেছে এটাতেই ভীষণ ভাল লাগছে।

পাশাপশি সপ্তকের মা সেই সমস্ত অসুস্থ ছেলে মেয়েদের বাবা মায়ের উদ্দেশ্যেও বলেন, সপ্তকের মতন কোনওবাচ্চা যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে মানুষিক ভাবে ভেঙ্গে না পরে বরং ছেলেমেয়েদের এমন ভাবে তৈরি করুন যাতে সমাজের আর পাঁচ জন ছেলে মেয়েদের থেকে আপনার সন্তান এগিয়ে থাকে এবং সমাজে যেন আলাদা একটা পরিচয় তৈরি হয়। আগামীদিনে প্যারা অলিম্পিকে দেশের হয়ে খেলবে সে, এখন এই স্বপ্নই দেখছেন অশোকনগরের ছেলে সপ্তক।

রুদ্র নারায়ণ রায়

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Ashoknagar, Offbeat