বসিরহাট: ঝুলিতে অসংখ্য পুরস্কার থাকলেও কিন্তু পেটে নেই ভাত কবির। কবি ও গীতিকার হিসাবে এলাকায় যথেষ্ট নামযশ ছড়িয়েছে, বাড়িতে স্মারক সম্মানের ছড়াছড়ি। কিন্তু নাম খ্যাতি যশ থাকলেও পেটে ভাত নেই। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া গ্রামের বাসিন্দা কুতুবউদ্দিন মোল্লা কাটাচ্ছেন জীবনের চরম দুর্দিন।
বরাবরই নজরুল ভক্ত হিসেবে পরিচিত কুতুবউদ্দিন মোল্লার। জীবনে চলার পথে তাঁকেই অনুসরণ করার চেষ্টা করে চলেন এই কবি। কুতুবউদ্দিন একদিকে যেমন আবৃত্তিকার অন্যদিকে কণ্ঠশিল্পী। পাশাপাশি তিনি সুলেখক। প্রায় ৩৫-৪০ বছর গান কবিতা লিখে ও গেয়ে এলাকায় সাড়া ফেলেছেন। কিন্তু আর্থিক অসচ্ছলতায় দিন কাটাচ্ছেন কবি কুতুবউদ্দিন মোল্লা।
কবিতা গানের পাশাপাশি হাড়োয়া বাজারে একটি ঘড়ি রিপেয়ারিং- এর দোকান ছিল কিন্তু সময়ের আবর্তে আধুনিকতার ছোঁয়ায় স্মার্টফোনের ভিড়ে হারিয়ে যাচ্ছে ঘড়ি। সময় যত গড়িয়েছে সময়ের সঙ্গে ঘড়ির কাটা বন্ধ হয়ে মোবাইলের স্ক্রিনে ঘড়ির জায়গা দখল নিয়েছে আর যার ফলে ঘড়ি রিপেয়ারিং -এর দোকানও আর চলে না। গ্রামের মেঠো পথ ধরে তাঁর বাড়িতে গেলে দেখা যাবে, ঘর ভর্তি পুরষ্কার ও স্মারকের ছড়াছড়ি। নজরুল-রবি ঠাকুরের একাধিক গান কবিতায় ভরপুর কবি কুতুবউদ্দিনের কণ্ঠ। মাঝে মাঝে জেলা পেরিয়ে বাইরের জেলাতেও ডাক পড়ে কবি কুতুবউদ্দিনের। সেই সময় হয়তবা হাতে ৫০০-৬০০ টাকা পান। সরকারি ভাতা মাসে এক হাজার টাকা সেটা দিয়েই তার সংসার কোনরকমে চলে।
আরও পড়ুন: জেলায় জেলায় ঝেপে আসছে ঝড়-বৃষ্টি! ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া! বজ্রপাত! সতর্ক করল নবান্ন...
বর্তমানে সরকারি ভাতা আর অল্প কিছু অনুষ্ঠান সংসার চালানোর একমাত্র ভরসা কখনও কখনও নুন আনতে পান্তা ফুরায় কিন্তু তারপরেও বছর পঞ্চাশেকের কুতুব গান কবিতা এবং লেখা ভালোবেসে আজও বেঁচে রয়েছেন। কবি নজরুল ইসলামের অনুসরণ নিয়ে এবং তার মধ্যে বাঁচিয়ে রেখেছেন গান কবিতা ও লেখা। তাঁর কবিতা ও গানের কন্ঠে অসংখ্য পুরস্কার পেয়েছেন কিন্তু পুরস্কার পেলে হবে কী? শিল্পীদের কদর আগের মত নেই যার জেরে পারিশ্রমিক তেমন মেলে না। দুই পুত্র সন্তান এবং স্ত্রীকে নিয়ে কোনক্রমে জীবন যাপন করেন কুতুব মিয়া। কিন্তু তারপরেও গান কবিতা তিনি ছাড়েননি কারণ তিনি যে কবিতা গান ভালোবাসেন।
জুলফিকার মোল্লা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Bengal news