উত্তর ২৪ পরগনা: পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার হঠাৎই রেলের তরফ থেকে বামনগাছি স্টেশনে দেওয়া হল ট্রেন বাতিলের নোটিস। আর তার জেরেই যাত্রীদের পড়তে হল সমস্যায়। জানা যায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়ছে।
বামনগাছি স্টেশনে নোটিস দিয়ে মাইকে প্রচার চললেও, কিন্তু এদিন রাত থেকে সকাল পর্যন্ত বহু যাত্রীকেই দেখা গেল স্টেশনে ট্রেন বাতিল থাকার খবর শুনে রীতিমতো সমস্যায় পড়তে। রেলের তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হয় বারাসত স্টেশনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের জন্য ২৫ ও ২৬ তারিখ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
পাশাপাশি কিছু ট্রেন চলাচলে উপরও নিয়ন্ত্রণ রাখা হয়। বুধবার রাতে একটি আপ ও একটি ডাউন ট্রেন বাতিল করা হয়, আপ ১২ টা ৪১ এর 33863 ট্রেনটি ও ডাউন ১০ টা ০৮ এর 33856 ট্রনটি বাতিল করা হয়েছে এবং বৃহস্পতিবার আপ ৩ টে ৫৯ এর 33811, ৫ টা ০৫ এর 33813, ৫ টা ৩৪ এর 33651 এবং ৭টা ০৭ এর 33357 ট্রেনটি বাতিল করা হয়েছে, আর ডাউনের ক্ষেত্রে ৩টে ৫৮ এর 33812, ৫ টা ৪৭ এর 33612, ৬টা ১০ এর 33816, ৬টা ৫৮ এর 33652 ও ৭টা ৩৭ এর 33616 ট্রেনগুলি বাতিল করা হয়েছে। এছাড়াও ডাউন ৫ টা ১৯ এর 33814 ট্রেনটি বামনগাছি পর্যন্ত , সেই ট্রেনটি ৫ টা ৪৫ এর আপ 33815 হয়ে বামনগাছি থেকে ফের ছাড়ে।
আরও পড়ুন: কুয়াশার চাদর সরিয়ে ঝলমলে দিন, সরস্বতী পুজোয় গরম পড়ল জেলায়! দেখুনএর ফলে বহু ক্ষেত্রেই আগে থেকে না জানার কারণে, নিত্যযাত্রীরা সমস্যার মধ্যে পরেন। সেক্ষেত্রে গন্তব্যে পৌঁছাতে রীতিমত বেগ পেতে হয় এই সকল যাত্রীদের। বনগাঁ-শিয়ালদহ শাখার ট্রেন গুলিতে এমনিতেই ভিড় হয়, তার উপর ট্রেন বাতিল থাকলে অন্যান্য ট্রেনগুলির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় বলেই জানালেন যাত্রীরা।
রুদ্র নারায়ন দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North 24 Parganas, Railway