বসিরহাটঃ গ্রাম সড়কের দু'ধারে বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে রয়েছে বড় বড় শুকনো মরা গাছ। বর্ষার আগে ভেঙে পড়ার আশঙ্কায় পথ চলতি মানুষ। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের বাদুড়িয়া-রামচন্দ্রপুর গ্রাম সড়কের দু'ধারে ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে বেশ কিছু পুরনো গাছ। যাতায়াতের সময় গাছ ভেঙে পড়ে বা গাছের ডালপালা ভেঙে পড়ে ঘটছে দুর্ঘটনা।
এদিন বাদুড়িয়ার রামচন্দ্র এলাকায় একটি মরা গাছের ডাল ভেঙে পড়ল এক বাইক আরোহীর মাথায়। এই ঘটনায় ওই বাইক আরোহীর চোখে আঘাত লাগে। আহত ব্যক্তিকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এভাবে শুকনো গাছের ডাল যাতায়তের সময় পথচারীর উপর ভেঙে পড়লে প্রাণহানির সম্ভাবনাও রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত শয়ে শয়ে যাত্রীবাহী বাস, যান চলাচল করে থাকে। পাশাপাশি স্থানীয় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও ওই রাস্তা ধরে যাতায়াত করে। সামনেই গ্রীষ্মকালে কালবৈশাখীর সম্ভাবনা। চরম আতঙ্কে আছেন এলাকার মানুষ।
আরও পড়ুনঃ ষষ্ঠবারেও ব্যর্থ রেল, দক্ষিণেশ্বর স্টেশন সংলগ্ন বস্তি উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা
আরও পড়ুনঃ রেস্তোরাঁর খাবারের মান কেমন? দেখতে হঠাৎ হাজির ফুড সেফটি বিভাগের আধিকারিকরা
বাদুড়িয়া-রামচন্দ্রপুর গ্রাম সড়কের দু'পাশে ১০-১৫ টি গাছ মারা গিয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার ধারে মরা গাছের শুকনো ডাল ঝুলছে। এলাকার মানুষ দিনের পর দিন রাস্তার উপর এভাবে ঝুলে থাকা মরা গাছ কেটে ফেলার দাবি জানাচ্ছেন। তাদের কথায় যেখানে জীবন্ত গাছ কেটে ফেলা হচ্ছে নির্বিচারে, সেখানে বিপজ্জনক এই মরা গাছ কেটে ফেলায় আপত্তি কোথায়?
জুলফিকার মোল্লা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North 24 Pargana news