হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
খালি পায়ে হাঁটছেন এই ব্যক্তি, চিনে রাখুন, কারণ জানলে শ্রদ্ধা বেড়ে যাবে কয়েকগুণ

North 24 Parganas News: খালি পায়ে হাঁটছেন এই ব্যক্তি, চিনে রাখুন ওঁকে, কারণ জানলে শ্রদ্ধা বেড়ে যাবে কয়েকগুণ!

X
অভিনব [object Object]

North 24 Parganas News: গ্রামের রাস্তা যতদিন না ঠিক হবে ততদিন এভাবেই খালি পায়েই হাঁটবেন তিনি। এটাই তার প্রতিবাদ।

  • Local18
  • Last Updated :
  • Share this:

উত্তর ২৪ পরগনা: শাসকদল তৃণমূল কংগ্রেস পরিচালিত বেড়গুম দু'নম্বর গ্রাম পঞ্চায়েত। আর সেই পঞ্চায়েতেরই এক পঞ্চায়েত সদস্যের অভিনব প্রতিবাদ রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গোটা এলাকায়। গ্রামের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ঝড় জল বর্ষা রোদে খালি পায়ে হাঁটছেন রাস্তায়। পঞ্চায়েতের কাজেই হোক বা যে কোন প্রয়োজনে ভালো জামা কাপড় পড়লেও পায়ে পড়ছেন না জুতো। গ্রামের রাস্তা যতদিন না ঠিক হবে ততদিন এভাবেই খালি পায়েই হাঁটবেন তিনি। এটাই তার প্রতিবাদ।

শুধু তাই নয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ করেছেন তিনি। তার দাবি, পঞ্চায়েত প্রধান রাস্তার টাকা আত্মসাৎ করেছেন। যে কারনে হচ্ছেনা রাস্তা। আর তারই প্রতিবাদে এবার গ্রাম পঞ্চায়েতের সামনে অনশনে বসারও সিদ্ধান্ত নিচ্ছেন ওই পঞ্চায়েত সদস্য। গাইঘাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেড়গুম দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর পালপাড়া এলাকার জনপ্রতিনিধি শঙ্কর বিশ্বাস।

আরও পড়ুন: দিঘাতে জানুয়ারি মাসেই এ কেমন আবহাওয়া! অবাক পর্যটকরা, হঠাৎ বদলে তুমুল শোরগোল

দীর্ঘদিন ধরে তিনি গ্রামের রাস্তার জন্য দাবি জানালেও কোন অজানা কারণেই সেই রাস্তা আর হয়ে উঠছে না। ফলে বিস্তীর্ণ এলাকার কয়েকটি গ্রামের প্রায় হাজার খানেক মানুষ নিত্যদিন বেহাল ওই রাস্তা দিয়ে ব্যবহার করেই যাতায়াত করছেন। নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের, তাই অবশেষে পঞ্চায়েতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় মানুষদের পরিষেবা দিতে অভিনব এই খালি পায়ে রাস্তায় হাঁটার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত সদস্যের খালি পায়ে প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন এলাকাবাসীরাও। গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা সরকারের কাছে একাধিক বার রাস্তা সহ বিভিন্ন জিনিসের দাবি জানিয়েছিলেন কৃষ্ণনগর পালপাড়া এলাকার জনপ্রতিনিধি শঙ্কর বিশ্বাস। কিন্তু বেড়গুম দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, শংকর বিশ্বাসের কোনো কথায় কর্ণপাত করেননি।

আরও পড়ুন: নামখানায় জেলেদের জালে এ কোন দানব! ওজন আর দাম শুনলে বিশ্বাস হবে না, তোলপাড় এলাকা

ফলে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পালপাড়া গ্রামের সাধারণ মানুষদের। তবে এই প্রতিবাদে কাজ না দিলে অবশেষে পঞ্চায়েত অফিসের সামনে অনশনে বসারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পঞ্চায়েত সদস্য শঙ্কর বিশ্বাসের তরফ থেকে। যদিও বিষয়টি নিয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি স্থানীয় পঞ্চায়েত প্রধান। এখন দেখার প্রশাসনের তরফ থেকে কি ভূমিকা নেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে আদেও কি তৈরি হবে গ্রামের রাস্তা, পায়ে জুতো উঠবে পঞ্চায়েত সদস্য শঙ্কর বিশ্বাসের! বিস্তীর্ণ এলাকার গ্রামের মানুষ এখন সেদিকেই তাকিয়ে।

Published by:Suman Biswas
First published:

Tags: Bad Road, West Bengal news