হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
দমদমে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তোলপাড় এলাকায়

North 24 Parganas News: দমদমে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তোলপাড় এলাকায়

North 24 Parganas News: দমদমে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

North 24 Parganas News: দমদমে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

দমদম বিবেকানন্দ পল্লীতে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মৃত ব্যক্তির নাম শম্ভু কর্মকার (৪৫) আজ সকাল বেলা স্থানীয় মানুষজন দেখতে পায় পুকুরে একটি মৃতদেহ ভাসছে এরপরই দমদম থানায় খবর দিলে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় 

  • Share this:

দমদম: দমদম বিবেকানন্দ পল্লীতে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মৃত ব্যক্তির নাম শম্ভু কর্মকার (৪৫) আজ সকাল বেলা স্থানীয় মানুষজন দেখতে পায় পুকুরে একটি মৃতদেহ ভাসছে এরপরই দমদম থানায় খবর দিলে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

মৃতদেহ উদ্ধার করে নাম পরিচয় জানতে না পারলেও পরবর্তী ক্ষেত্রে নাম পরিচয় জানা যায় পুলিশের পক্ষ থেকে পরিবারের লোকের সঙ্গো যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মৃত ব্যক্তিকে কবে থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না এই সমস্ত যাবতীয় বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।

শম্ভু কর্মকারের যে মৃতদেহ উদ্ধার হয়েছে আদতে সেটা খুন? নাকি আত্মহত্যা এই সমস্ত বিষয়ে যেমন খতিয়ে দিচ্ছে পাশাপাশি পরিবারের লোকের সঙ্গেকথা বলছে শম্ভু কর্মকারের সঙ্গে কারুর শত্রুতা ছিল কিনা। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মৃত ব্যক্তি শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে দমদম থানার পুলিশের পক্ষ থেকে।

অনুপ চক্রবর্তী

Published by:Arjun Neogi
First published:

Tags: North 24 Parganas news