হোম /খবর /দক্ষিণবঙ্গ /
দারুণ খবর, বাঙালি এই বিজ্ঞানী দিলেন নতুন গ্রহাণুর খোঁজ! মিলেছে NASA-র স্বীকৃতি 

North 24 Parganas News: দারুণ খবর, বাঙালি এই বিজ্ঞানী দিলেন নতুন গ্রহাণুর খোঁজ! মিলেছে NASA-র স্বীকৃতি 

X
উজ্জ্বল [object Object]

যা ইতিমধ্যেই জেলার পাশাপাশি দেশের মুখ্য উজ্জ্বল করেছে বলেই মনে করছেন পরিবারের সদস্য-সহ প্রতিবেশীরা।

  • Share this:

#উত্তর ২৪ পরগনা: নতুন তিনটি গ্রহাণুর খোঁজ দিলেন এক বাঙালি বৈজ্ঞানিক। মধ্যবিত্ত পরিবারের ছেলেটির স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, অবশেষে মিলল সাফল্যের পাশাপাশি স্বীকৃতিও। নাসার সিটিজেন সায়েন্টিস্ট স্বীকৃতি পেলেন নিমতার উজ্জ্বল অধিকারী। যা ইতিমধ্যেই জেলার পাশাপাশি দেশের মুখ্য উজ্জ্বল করেছে বলেই মনে করছেন পরিবারের সদস্য-সহ প্রতিবেশীরা। দেশের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে তার।

২০২১ সালে বিশ্বের কনিষ্ঠতম এরোস্পেস ইঞ্জিনিয়ার হিসেবে বিশ্ব রেকর্ড করেছিলেন উজ্জ্বল। এবার ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা NASA-র থেকে 'সিটিজেন সায়েন্টিস্ট'-এর স্বীকৃতি পেলেন তিনি। তাঁর দাবি, এই সম্মান এ বছরে ভারতে একমাত্র তিনিই পেয়েছেন! তাই এই সম্মান একজন ভারতীয় হিসেবেও অত্যন্ত গর্বের। ছেলেবেলার চাঁদ-তারা দেখার ভাললাগাটাকে, মহাকাশ বিজ্ঞানের প্রতি ভালবাসায় রূপান্তরিত করতে চান ছোটদের জন্য।

আরও পড়ুন: বাজারে উপচে পড়ছে ফুলকপি, দাম পাওয়া নিয়ে চিন্তায় কৃষক থেকে ব্যবসায়ী!

উজ্জ্বল জানান, প্রতি বছরই বিভিন্ন বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে নিজেদের মতামত প্রকাশ বা কাজ করার অভিজ্ঞতা জানানোর জন্য নাসার (NASA)কাছে আবেদন করা যায়। আবেদন করতে পারেন যে কেউ। এই বছর নাসা-র পক্ষ থেকে গ্রহানু নিয়ে বিশেষ প্রকল্প দেওয়া হয়েছিল। বাংলার উজ্জ্বলই সেই গবেষণায় নতুন তিনটি গ্রহানুর (Asteroid) সন্ধান দিয়েছে নাসাকে।

আরও পড়ুন: আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্সে  জোড়া সোনা মালদহের তনুশ্রীর, গর্বিত দেশ

উত্তর ২৪ পরগনা জেলার নিমতার উজ্জ্বল কাজের সূত্রে বর্তমানে বেঙ্গালুরুতে থাকেন। সেখানেই একটি সংস্থায় বিমানের নকশা তৈরির কাজ করেন তিনি। ছোটবেলা থেকেই মেধাবী উজ্জ্বলের স্বপ্ন ছিল মহাকাশ নিয়ে গবেষণা। তবে উজ্জ্বল জানান, তিনি পেশায় ইঞ্জিনিয়র, শখে সাহিত্যিক। চাকরি করি, তবে নাসা গবেষণার কাজে ডাকলে সেখানেও যাব। নিজেকে শখের সাহিত্যিক বললেও, ইতালির প্যানোরোমা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেছেন উজ্জ্বল। তাঁর ভাগ্যে জুটেছে ভারতভূষণ সম্মান, ডক্টর এপিজে আব্দুল কালাম পুরস্কার, রাষ্ট্রীয় রত্ন পুরস্কার। এছাড়াও ইন্ডিয়া প্রাইমের বিচারে সেরা ১০০ ভারতীয় লেখকদের তালিকায় তাঁর নাম উঠেছে ইতিমধ্যেই। সব মিলিয়ে জেলার পাশাপাশি রাজ্য তথা দেশের মুখও উজ্জ্বল করেছে বাঙালি এই যুবক। তাই ছেলের এই কৃতিত্বে খুশি নিমতায় থাকা উজ্জ্বলের পরিবার-সহ প্রতিবেশীরাও।

রুদ্র নারায়ন রায়

Published by:Raima Chakraborty
First published:

Tags: NASA, North 24 Pargana news