হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
বাদুড়িয়ায় জমিতে চাষ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তিন কৃষক

North 24 Parganas News: বাদুড়িয়ায় জমিতে চাষ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তিন কৃষক

North 24 Parganas News: বাদুড়িয়ায় জমিতে চাষ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তিন কৃষক

North 24 Parganas News: বাদুড়িয়ায় জমিতে চাষ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তিন কৃষক

আনারুল জমাদার ও রহমান জমাদার সম্পর্কে বাবা-ছেলে জমিতে চাষের কাজে পটল গাছে ফুলের ছোঁয়া দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয় বাবা আনারুল জমাদার। প্রথমে তাকে বাঁচাতে যায় ছেলে রহমান জমাদার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে সেও অচৈতন‍্য হয়ে পড়ে।  

  • Share this:

বসিরহাট: বাদুড়িয়ায় জমিতে চাষ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তিন কৃষক। বিদ্যুৎ দফতরের অবহেলাতেই মৃত্যুর ঘটনা, দাবি পরিবার ও গ্রামবাসীদের। বসিরহাটের বাদুড়িয়া থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের বামনহাট গ্রামের ঘটনা। বছর ৫২ এর আনারুল জমাদার ও বছর ১৯ এর রহমান জমাদার সম্পর্কে বাবা-ছেলে। তারা শুক্রবার সকালে জমিতে যায় চাষের কাজে। সেখানে পটল গাছে ফুলের ছোঁয়া দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয় বাবা আনারুল জমাদার।

প্রথমে তাকে বাঁচাতে যায় ছেলে রহমান জমাদার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে তিনিও অচৈতন‍্য হয়ে পড়েন। তাকে বাঁচাতে গেলে প্রতিবেশী আরেক চাষী রফিকুল ফকির (৫৮) সেও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়।  জনকে বসিরহাটের জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনজনেরই মৃত্যু হয়েছে।

মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই চাষের জমির উপরে বিদ্যুতের তার ছিড়ে পড়ে ছিল। বারবার বিদ্যুৎ দফতরকে খবর দেওয়া সত্বেও বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে সমস্যার সমাধান করা হয়নি।

কার্যত তাদের অবহেলাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীদের দাবি, এই দফতরে কর্মীরা যারা এই সেটা তার সংযোগ করতে গড়িমসি করেছেন তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক। পাশাপাশি যে পরিবারের লোক মারা গেছে তাদের আর্থিক ক্ষতিপূরণের দাবি তুলেছেন।

আরও পড়ুন: Birbhum news: প্রতিবন্ধকতাকে কাটিয়ে নজরকাড়া সাফল্য ৩ দৃষ্টিহীন মাধ্যমিক পরীক্ষার্থীর

আরও পড়ুন: West Midnapore News: জোকর টক্কর সবাইকে! প্রত্যন্ত গ্রাম থেকে মাধ্যমিকে রাজ্যে নবম

দেহগুলি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

জুলফিকার মোল্যা

Published by:Arjun Neogi
First published:

Tags: North 24 Parganas news