দক্ষিণবঙ্গ: প্রশ্নপত্র কঠিন এসেছে। তাই পরীক্ষায় নকল করতে দিতে হবে তাঁদের। অভিযোগ পরীক্ষা দিতে এসে নাকি এমনই দাবি জানাচ্ছিলেন পরীক্ষার্থীদের একাংশ। তাদের বাধা দিতে গেলেই বাঁধে ধুন্ধুমার কাণ্ড। বারাসত কলেজে তুমুল ভাঙচটুর চালানোর অভিযোগ উঠল বহিরাগত ছাত্রদের। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রেরা।
ঘটনা প্রসঙ্গে কলেজের প্রিন্সিপাল ডঃ পার্থপ্রতিম দাশগুপ্তকে প্রশ্ন করা হলে তিনি জানান, শুক্রবার বারাসত ইউনিভার্সিটি থার্ড ইয়ারের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা চলছিল। সেই জন্য একাধিক সরকারি, বেসরকারি কলেজের ছাত্ররা পরীক্ষা দিতে এসেছিলেন কলেজে। তারমধ্যেই একটি বেসরকরি কলেজের কয়েকজন ছাত্র কলেজে ভাঙচুর চালায় বলে অভিযোগ। প্রিন্সিপাল বলেন, "পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হওয়ায় ওরা নকল করতে চেয়েছিল। সেই কাজে বাধা দেওয়াতেই কিছু ছাত্র কলেজে ভাঙচুর চালায়।"
আরও পড়ুন: টানা ২৮ ঘণ্টা পতাকা বিড়ি কারখানায় তল্লাশি, কী পেল আয়কর দফতর?
তবে, এই অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত ছাত্ররা। তাদের পাল্টা দাবি, তাদের কলেজের ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে পরিকল্পিত ভাবে মারধর করা হয়েছে। এমনকি, কলেজ চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনলে সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যাবে বলে জানাচ্ছেন অভিযুক্তেরা।
আরও পড়ুন: ঠিক যেন সিনেমার গল্প, রায়দিঘিতে রাতের অন্ধকারে ডাকাত ধরল পুলিশ
এদিনের ঘটনার জেরে কলেজ চত্বরে অশান্তি ছড়ালে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে অভিযুক্ত ৩ ছাত্রকে গ্রেফতার করে। কলেজের একটি সূত্র জানাচ্ছে, গত কয়েকদিন ধরে বিভিন্ন কলেজের পরীক্ষা চলায়, কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে, সেক্ষেত্রে এই ছাত্ররাই যুক্ত কি না, তা নিশ্চিত নয় কেউই।
এদিন পরীক্ষা শেষে এই ছাত্ররা দেরি করে বের হওয়ার কারণে ইউনিয়নের সদস্যরা এদের ধরে নানা প্রশ্ন করতে থাকে। তখনই দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। তবে কি, নিজেদের দোষ ঢাকতেই ভাঙচুরের ঘটনার সঙ্গে এই ছাত্রদের নাম জড়িয়ে দেওয়া হল! ধন্দ রয়েছেই। দু'পক্ষের তরফেই থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখলেও, এখনও সিসিটিভি ফুটেজ নিয়ে রীতিমতো মুখে কুলুপ এঁটেছেন কলেজ কর্তৃপক্ষ।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barasat