উত্তর ২৪ পরগনা: সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে বারাসত জুড়ে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর মুহূর্তের ছবি...ভিডিওতে দেখা যাচ্ছে, প্রাতঃভ্রমণে বেরিয়ে কী কাণ্ডই না ঘটল বৃদ্ধার সঙ্গে! ফুটেজ দেখে ভয়ে কেঁপে উঠছেন সবাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাতঃভ্রমণে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বৃদ্ধা, খোয়ালেন দু' ভরির উপরের সোনার চেন। ঘটনাটি ঘটেছে বারাসতের ১৩ নং ওয়ার্ডে। ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনার ভিডিও রেকর্ড হয়। অভিযোগ, বারাসত ১৩ নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণপুর সারদাপল্লী এলাকায় হাঁটতে বেরিয়ে মঞ্জুরানি পাল নামে ওই বৃদ্ধা দেখতে পান, একটি বাইক নিয়ে একজন তাঁকে ফলো করছে। তৎক্ষনাৎ মহিলা গলায় থাকা লক্ষাধিক টাকার সোনার চেন কাপড় দিয়ে ঢেকে ফেলেন। কিছুটা এগতেই ওই ছিনতাইকারী মহিলার উপর ঝাপিয়ে পড়ে গলার চেন টানাটানি করতেই মহিলা রাস্তায় পড়ে যান। তখনই সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী।
মহিলার চিৎকারে আশপাশের এলাকার মানুষজন ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধার হয় ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। নজর রাখা হচ্ছে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরাগুলির ওপরও।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barasat